বাংলাদেশের রাজধানীর ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডিতে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ ভাঙচুর চলছে ফের। ‘বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা’-র নাম করে চলছে ভাঙচুর।
বুধবার বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এদিন রাত আটটা নাগাদ বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করে।
আগের ঘোষণা অনুযায়ী, এদিন বিক্ষোভকারীরা মিছিল করে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এই বাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙার চেষ্টা করে। বুলডোজার দিয়ে মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতে থাকে। বাড়ির বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন শয়ে শয়ে বিক্ষোভকারী। ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয় যে বুধবার রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। তখন থেকেই ৩২ ধানমণ্ডিতে বুলডোজার মিছিলের হুমকি দেওয়া শুরু হয় ফেসবুক কমেন্টে।
বাড়ির প্রবেশের মুখে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। লাঠিসোঁটা ও শাবল হাতে নিয়ে বিক্ষোভকারীরা ভেঙে ফেলে বাড়ির বিভিন্ন অংশও। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দিয়েছে।
এই ঘটনার নিন্দা করে শেখ হাসিনা বলেছেন, ইতিহাস প্রতিশোধ নেবে।
Sheikh Mujib's house
ধানমণ্ডিতে শেখ মুজিবের বাড়িতে চলছে তাণ্ডব, ভাঙা হলো ম্যুরাল
×
Comments :0