প্যালেস্তিনীয়দের গাজা থেকে উচ্ছেদের চেষ্টা হলে গোটা আরব দুনিয়ায় আগুন জ্বলবে।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে এই প্রতিক্রিয়া গাজার প্রতিরোধী সংগঠন হামাসের। ওয়াশিংটনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে পর গাজা দখল করে প্যালেস্তিনীয়দের উচ্ছেদের লক্ষ্য জানান ট্রাম্প। প্রয়োজনে সেনা নামানোর রাস্তাও খোলা রাখতে চাইছেন মার্কিন রাষ্ট্রপতি।
তাঁর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন চীন এবং রাশিয়াও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হামাসের শীর্ষস্তেরে নেতা সামি আবু জুহরি বলেছেন, ‘‘ট্রাম্পের মন্তব্যের অর্থ আমেরিকা গাজা ভূখণ্ডে দখলদারি কায়েম করতে চাইছে। মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে চাইছে প্যালেস্তিনীয়দের। এমন চেষ্টা হলে গোটা আরব ভূখণ্ডেই আগুন জ্বলবে।’’
হামাসের এই নেতা বলেছেন, ‘‘আঞ্চলিক শান্তি এবং সুস্থিতিকে পুরোপুরি ধ্বংস করা হবে এমন কোনও প্রচেষ্টা হলে।’’
হামাসের মুখপাত্র আবদেল লতিফ বলেছেন, ‘‘ইজরায়েলের পক্ষ নিয়ে আমেরিকার প্যালেস্তিনীয় বিরোধী মনোভাব স্পষ্ট ট্রাম্পের মন্তব্যে।’’
প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও’র মহাসচিব হুসেন আল শেখ বলেছেন, ‘‘ইজরায়েল এবং প্যলেস্তাইন, স্বাধীন দুই রাষ্ট্র গঠনই সমস্যার একমাত্র সমাধান। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অনুযায়ী দুই রাষ্ট্র গঠনই শান্তি, সুরক্ষা নিশ্চিত করবে।’’
প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের প্রধান মহমুদ আব্বাস বলেছেন, ‘‘আমাদের মানুষের অধিকার কেড়ে নেয় এমন পদক্ষেপ বরদাস্ত করা হবে না। দশকের পর দশক ধরে স্বাধীন প্যালেস্তাইন গঠনের জন্য লড়াই চলছে। তার জন্য বহু আত্মত্যাগ করতে হয়েছে।’’ আব্বাস বলেছেন, ‘‘আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ট্রাম্প এমন মন্তব্য করেছেন।’’
সৌদি আরবের বিদেশ মন্ত্রক বলেছে, মাতৃভূমি থেকে প্যালেস্তিনীয়দের উচ্ছেদের কোনও অভিসন্ধিই গ্রহণযোগ্য নয়।
রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘‘দখলদারি চালিয়ে ওয়েস্ট ব্যাঙ্ক কবজায় রাখা এবং গাজা থেকে প্যালেস্তিনীয়দের উচ্ছেদ বরাবর ইজরায়েলের লক্ষ্য। কোনও এলাকার জনগণকে শাস্তির মুখে ফেলার নীতি সমর্থন করা হচ্ছে না।’’
চীনের বিদেশ মন্ত্রক বলেছে, ‘‘যুদ্ধবিরতি এবং সংঘর্ষ অবসানের ভিত্তিতে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। যুদ্ধবিরতি চলছে। এই সুযোগকে কাজে লাগিয়ে উচিত রাজনৈতিক সমাধানের দিকে এগনো।’’
Reaction Trump Gaza
গাজা দখল: ট্রাম্পের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হামাসের, বিরোধিতা চীন-রাশিয়ার
×
Comments :0