কথায় আছে বয়স একটি সংখ্যা মাত্র। বাংলার এই বিখ্যাত প্রবাদবাক্যটি মূলত ব্যবহৃত হয় ক্রীড়াক্ষেত্রেই। গত শনিবার রাতে ( রবিবার ) এক পর্তুগিজ ফুটবলার এই প্রবাদবাক্যটিকে ফের একবার দিলেন স্বার্থকতার স্পর্শ। তার নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলেই শুধু নয় , বিশ্ব ক্রীড়াক্ষেত্রেও রোনাল্ডো হয়ে উঠেছেন এক আদর্শবাদী চরিত্র। গত শনিবার রাতে ( রবিবার ) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছিল আর্মেনিয়ার। ৫-০ গোলে বড় জয়ের মধ্যে রোনাল্ডো পেয়েছেন ২টি গোল। ২১মিনিটে প্রথম গোলটির পর সদ্য প্রয়াত তার সতীর্থ দিওগো জটাকে গোলটি উৎসর্গ করেন রোনাল্ডো। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার করা দ্বিতীয় গোলটি। ৪৬ মিনিটে একটি প্রতিআক্রমণ থেকে আর্মেনিয়ার বক্সের খানিকটা বাইরে থেকে দূরপাল্লার শটে যে গোলটি করেন রোনাল্ডো। তাতে মনে করান দশ বছর পূর্বের রিয়াল মাদ্রিদের প্রাইম রোনাল্ডোকে। এই নিয়ে ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৪২টি। ফুটবলের ভাষায় আরো একটি কথা রয়েছে ' ক্যাচ দেম ইয়ং '। অর্থাৎ ৩০ -র কম বয়সের খেলোয়াড়দের প্রাইম টাইমেই তাদের সই করতে উন্মুখ থাকে বিশ্বের সেরা সেরা ক্লাবগুলি। তবে বছর ৪০-র রোনাল্ডো হার মানাচ্ছেন প্রাইম টাইমের খেলোয়াড়দেরও। উপযুক্ত ডায়েট ও ধারাবাহিকতার সঙ্গে ট্রেনিংয়ে নিজেকে নিমজ্জিত করে রয়েছেন গত ২৫বছর ধরেই। দেহে ফ্যাটের পরিমাণ মাত্র ৭ শতাংশ। যা কোনো এথলিটের ফিটনেসের সঙ্গে সমকক্ষ। দূরে থাকেন কোনো এলকোহল এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয়ের থেকে। যে সময়ে সমস্ত ফুটবলাররা খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবেন। সেই সময়য়েও রোনাল্ডো খেলে চলেছেন নিজস্ব উদ্যমেই। দেশের এই নিয়ে মোট ১৪০গোল করে ফেললেও এখনও মেটেনি তার ট্রফি ও গোলক্ষুধা। কারণ ফুটবলের সর্বোচ্চ খেতাব বিশ্বকাপ জেতাটাই তো তার এখনও অধরা রয়ে গেছে। তাই আগামী ২০২৬ বিশ্বকাপেই শেষবারের মতো বিশ্বকে নিজের অস্তিত্বের জানান দিয়ে বিশ্বকাপ জিতেই দাঁড়ি টানতে চান নিজের বর্ণময় ক্যারিয়ারের।
মন্তব্যসমূহ :0