RSS

আরএসএসের দপ্তর তৈরিতে খরচ ১৫০ কোটি

জাতীয়

দিল্লির আরএসএসের দপ্তর কেশবকুঞ্জ নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। ৫ লক্ষ বর্গফুট এলাকায় তিনটি ১২ তলা বাড়ি তৈরী করা হয়েছে। বাড়ি তিনটির নাম সাধনা, প্রেরণা ও অর্চনা। এই তিনটি বাড়ি তৈরীতে খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। 
আরএসএসের তরফে জানানো হয়েছে, এই নতুন ভবনের উদ্বোধন করবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আগামী ১৯ ফেব্রুয়ারি উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে। প্রায় এই ৪ একর জমির উপর তৈরী ভবন গুলিতে একাধিক অডিটোরিয়াম। সংঘের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই ভবন গুলিতে। ৪৬৩ আসন বিশিষ্ট একটি ভিআইপি অডিটোরিয়াম করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে  বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিঙ্ঘলের নামে। এছাড়াও থাকছে দাতব্য চিকিৎসালয় এবং পাঠাগারও। আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি শেষ লোকসভা নির্বাচনে বিপুল অংকের টাকা নির্বাচিনী বন্ডের মাধ্যমে নিয়েছিল। জানা যাচ্ছে দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দপ্তরকেও ছাপিয়ে গিয়েছে আরএসএসের কেশবকুঞ্জ। 

Comments :0

Login to leave a comment