রাজ্যে প্রতিবছর বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী এই বছর উচ্চমাধ্যমিকে ড্রপআউটের ছবি স্পষ্ট। ৫০ হাজার ছেলেমেয়ে পরীক্ষা দেয়নি শুধু উচ্চমাধ্যমিকে। এসএফআই'র প্রশ্ন তারা গেল কোথায়? ট্যাবের টাকা তারা পেয়েছে কিন্তু তারপর তারা আর স্কুলমুখী হয়নি। এসএফআই বলছে ট্যাব ব্যবহার করার জন্য ইন্টারনেট নেই। আমরা বারংবার ইন্টারনেটের সংযোগ সরকারকে দেওয়ার কথা বলে ছিলাম।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সাংবাদিক সম্মেলনের বলেন, ‘‘ড্রপ আউট নিয়ে কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি বিধানসভা অধিবেশনে। সেখানে শুধু হিন্দু-মুসলমান নিয়ে তর্জা হচ্ছে। হিন্দু বাড়ির ছেলে মেয়েও পড়াশোনা এগোতে পারছে না এবং মুসলমান বাড়ির ছেলে মেয়েও পড়াশুনা এগোতে পারছে না।’’
এসএফআই এই অধিকার মিছিলে রাজ্যের সমস্ত অংশের ছাত্র-ছাত্রী, অধ্যাপক সংগঠন, প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী সমস্ত মানুষকে যোগদান করার আহবান জানিয়েছেন।
Comments :0