SFI

স্বপ্ন তুমি আমার ভাই, তোমার খুনের বিচার চাই : এসএফআই

রাজ্য কলকাতা

যাদবপুরে এসএফআইয়ের মিছিল ঘিরে উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর বিচার চেয়ে পথে নামে এসএফআই। ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠন গুলি। ঢাকুরিয়া থেকে মিছিল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট পর্যন্ত এলে হঠাৎ করেই গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। এসএফআই কর্মীদের সাথে বচসা শুরু হয়। কেন মিছিল আটকানো হলো তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। 


পুলিশ মিছিল আটকালে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ছাত্র ছাত্রীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করেন। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘পুলিশ দলদাসের ভূমিকা পালন করছে। কাল যখন তৃণমূল বাইরের লোক নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো তখন তাদের আটকানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভিরত যখন ডব্লুটিআই, টিএমসিপি আক্রমণ করছে এসএফআই কর্মীদের ওপর তখন প্রশাসন নীরব।’’


এসএফআই রাজ্য সভাপতি প্রতীকুর রহমান বলেন, ‘‘শিক্ষামন্ত্রী নিজে মেনে নিয়েছেন তিনি ব্যার্থ, ওনার ওই পদে থাকার কোন যোগ্যতা নেই। উনি পদত্যাগ করুন।’’
এদিন মিছিল থেকে ছাত্রদের পক্ষ থেকে স্লোগান তোলা হয় ‘‘স্বপ্ন তুমি আমার ভাই, তোমার খুনিদের শাস্তি চাই।’’

ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় যে, রাজ্যের প্রতিটা ক্যাম্পাস র‌্যাগিঙ মুক্ত করতে হবে। তার জন্য আন্দোলন চলবে।
স্বপ্নদীপের ঘটনায় যাদের দিকে অভিযোগের তীর তারা নিজেদের স্বাধীনচেতা ছাত্র সংগঠন বলে দাবি করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি তারা স্বাধীনচেতা দাবি করলেও তৃণমূলের সাথে যোগাযোগ রয়েছে।  
বুধবার ক্যাম্পাসে আক্রান্ত হন এসএফআই রাজ্য কমিটির সদস্য আফরিন।

Comments :0

Login to leave a comment