MUKTADHARA BOOK REVIEW

বিষাদের কবিতা, মগ্নতার সুর, সাহিত্যের পাতা ১০ নভেম্বর

সাহিত্যের পাতা

বিষাদের কবিতা, মগ্নতার সুর

ভবানীশংকর চক্রবর্তী

              আধুনিক বাংলা কবিতায় বিষাদ ও আত্মমগ্নতা অনেক জায়গা নিয়ে আছে।জীবনানন্দোত্তর কালে ,বিশেষত,এই সময়ে তা বিশেষভাবে লক্ষ  করা যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত কবি দেবব্রত দে-র 'তমসা স্তবক'কাব্যগ্রন্থ পড়ে সেরকমই মনে হল ।বইটিতে ছাপান্নটি কবিতা আছে।বিশুদ্ধতার বিচারে সব কবিতাই উত্তীর্ণ, এমনটি হয়তো নয়। আর কবিতার বিশুদ্ধতা কী, তাও তো সুস্পষ্ট কোনো সংজ্ঞায়  সংজ্ঞায়িত নয়। তাই সে বিচারে নয় ,সময় ও সমাজ সম্পৃক্তির দিক থেকে তার নির্মাণ ও পাঠযোগ্যতাই  বিচার্য।সে দিক থেকে কবিতাগুলি পড়তে বেশ লাগে।বিষাদ তাঁর কবিতার প্রধানতম উপাদান।কিন্তু বিষাদের বেদনাবিধুরতার বাইরে গিয়ে কবিতার বুকে কান পাতলে শোনা যাবে সময় ও সমাজের অন্তস্বর এবং কবি একজন সমাজব্যক্তিত্ব বলে সেই অন্তস্বরে আত্মমগ্ন।কান্না,শোক, নৈঃশব্দ্য,অন্ধকার,
ভঙ্গুরতা,নিঃসঙ্গতা,
হতাশা,ক্ষোভ,অপ্রেম ইত্যাদি ছড়িয়ে আছে  ' 'তমসা স্তবক'-এর কবিতাগুলির পঙক্তিতে পঙক্তিতে ।কিন্তু এগুলিই শেষ কথা নয়।বরং এসব থেকে দূরে এক আলোকবিস্তারি জগতের দিকে যাত্রাই তাঁর লক্ষ্য।যেমন-
১।চেতনায় মগ্ন আছি অনন্ত স্পন্দনলিপির আভায়
বার্তা ভাসাই , তাতে ঝাপসা  কুয়াশার আহ্লাদ (মূলকথা/পৃ.৯)
২।প্রতিদিন ভাবি,তুমি ঊষার মতো উৎসাহ নিয়ে সৌরজাত হও
না বলা গোপন হিংসা গান গেয়ে গেয়ে সময়কে উজ্জীবিত করো(অদ্রিসার খাঁচা /পৃ.২৬)
৩।মতাদর্শে  আঁকা আছে থমথমে শোক 
তাকে ঘিরে মেতে ওঠে উত্তরসুরির ছটফটে আনন্দবালক(বৃদ্ধ মানব বট/পৃ.৫৫)
       দেবব্রতর কবিতায় প্রত্যয় ভেঙে তছনছ হয়ে যায়নি।বরং শব্দের আলপনায় তা সেজে উঠেছে সজীব হয়ে।
        সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছদ পরিকল্পনা সুন্দর।কাগজ,মুদ্রণ ও বাঁধাই উচ্চমানের।কবিতাপ্রেমিকদের কাছে বইটি আদরণীয় হওয়ার মতোই।

তমসা স্তবক
দেবব্রত দে
পাতাবহার
১৯পি, অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন
কলকাতা- ৭০০০১০

মূল্য-দুশো টাকা

-------

Comments :0

Login to leave a comment