MD SALIM UTTARKASHI

সম্মানিত করা হোক সবাইকে, শ্রমজীবী মানুষের জয়, ওঁদের সবাইকে সেলাম: মহম্মদ সেলিম

জাতীয় রাজ্য

টানেলে আটকে থাকা ৪১ জন শ্রমিককে সফলভাবে উদ্ধারে সন্তোষ প্রকাশ করে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জীবনযুদ্ধে লড়াকু শ্রমিকরা এবং তাঁদের উদ্ধারকারী শ্রমিকদের সম্মানিত করার দাবি করেছেন। তিনি বুধবার বলেছেন, একটানা বদ্ধ থাকা সত্ত্বেও শ্রমিকদের জীবনযুদ্ধ এবং সাহস ও দক্ষতার সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে আসার ঘটনা সবাইকে উদ্দীপিত করার মতো। এটা শ্রমজীবী মানুষের জয়, তাঁদের সবাইকে আমরা সেলাম জানাই। 
সেলিম বলেছেন, এখন হয়তো অনেকে নানাভাবে বাহবা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই সাফল্যের জন্য তাঁদের সম্মান জানানো উচিত। আমরা চাই, দিল্লিতে এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানিয়ে অতিথি করে নিয়ে আসা হোক এবং পুরস্কৃত করা হোক। যন্ত্র, প্রযুক্তি, এবং বিশেষ বাহিনী দিয়ে সব সময়ে সব কাজ হয় না, সাধারণ মানুষের অসাধারণ ভূমিকাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাদের সাধারণভাবে দুর্বল ও অকর্মন্য মনে করা হয়, তাঁরাও মানুষকে বিপদ থেকে বাঁচাতে ভূমিকা পালন করতে পারে। এই জন্যই সফল অপারেশনের শ্রমিকদের পুরস্কৃত করে সমাজের অন্যান্যদেরও এমন মানবিক কাজে উদ্বুদ্ধ করা হোক। 
শুধু বীর শ্রমিকদের সেলাম জানানোই নয়, সেলিম মোদী সরকারকে দোষারোপও করেছেন বিপর্যয়কে ডেকে আনার জন্যও। তিনি বলেছেন, হিমালয়জুড়ে চার ধাম প্রকল্পের নির্মাণ কাজের জন্যই এই বিপর্যয়। যে প্রাকৃতিক এলাকায় বড় নির্মাণ প্রকল্পে বিশেষজ্ঞরা ও সুপ্রিম কোর্ট নিষেধ করেছে, সেখানে কেন এই প্রকল্প করা হচ্ছে? পরিবেশ ও প্রকৃতির ওপরে প্রভাব পরীক্ষা এড়ানোর জন্য এই বড় প্রকল্পকে ৫৩টি ছোটো প্রকল্পে ভাগ করে প্রকৃতি ধংসে লিপ্ত হয়েছে মোদী সরকার। এরাজ্যে তৃণমূল সরকার যেভাবে জলাভূমি ভরাট করছে সেভাবেই মোদী সরকার প্রকৃতিকে ধংস করছে। পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের উচিত এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া।

Comments :0

Login to leave a comment