MD SALIM MEDIPUR

সই দিন বাংলার হাল ফেরাতে,
মেদিনীপুরে আহ্বান সেলিমের

রাজ্য জেলা

MD SALIM MEDIPUR রবিবার মেদিনীপুরে সমাবেশে বক্তব্য রাখছেন মহম্মদ সেলিম।

চিন্ময় কর, মেদিনীপুর

তদন্ত সংস্থার জেরা এড়াতে দুর্নীতিবাজরা আজ দৌড়াচ্ছে এক বিচারালয় থেকে অন্য বিচারালয়ে। সারা বংলাকে যারা স্বস্তি দেয় না তারা নিজেরাই এখন অস্বস্তিতে। তারা বাংলার ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়েছে। তাই বাংলার স্বস্তি ফেরাতে চোর ডাকাত দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে আপনারা একটি স্বাক্ষর দিন। দেশের প্রধান বিচারপতির কাছে ন্যায় বিচারের দাবির লড়াইকে শক্তিশালী করুন। 

রবিবার এমনই আহ্বান জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বিকেলে মেদিনীপুর শহরের মহুয়াচকে গণ স্বাক্ষর সংগ্রহের প্রচারে সমাবেশ হয়েছে।  সেলিমের সঙ্গে বক্তব্য রেখেছেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। 

এদিন সকালে জেলা পার্টির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সেলিম। বিকালে সই সংগ্রহ অভিযানের প্রচারে এই সমাবেশ হয় মেদিনীপুর শহরের দুইটি এরিয়া কমিটির ডাকে।

মহম্মদ সেলিম বলেন, ‘‘ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি কী বলে ছিলেন! দশ বছর সিপিআই(এম) যেন চুপ করে থাকে। তার জায়গায় গোটা রাজ্য জুড়ে চোর ডাকাতদের স্বর্গ রাজ্য করা হলো। লুট, জরিমানা, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে সিপিআই(এম) কর্মী সমর্থকদের অত্যাচার করে ঘরছাড়া করা হলো। আর বিজেপিকে মদত দেওয়া হলো।’’

তিনি বলেন, ‘‘ডাকাত যেমন বন্দুক ঠেকিয়ে লুট করার সময় বলে চুপ থাকুন, তেমনি এ রাজ্যে মমতা ব্যানার্জির রাজত্বে বোম বন্দুক ঠেকিয়ে লুট চলেছে এক যুগ ধরে। ছাত্র সংগঠনকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্র ভর্তিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শঙ্কুদেব পন্ডার নেতৃত্ব ৩০-৪০ হাজার টাকায় ছাত্র ভর্তির আসন বিক্রি হতো। তার পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি দুর্নীতির কোটি কোটি টাকার পাহাড় সমান টাকা উদ্ধার জনগনের সামনে এসেছে। মুখ্যমন্ত্রী আবার প্রকাশ্যে কী বললেন, শুভেন্দুকে অনেক শিক্ষক নিয়োগের কোটা দিয়েছেন। এখন এই শুভেন্দু ও শঙ্কু তৃণমূলের থেকে গিয়ে এখন বিজেপি’র নেতা। দেশে ও রাজ্য জুড়ে দুর্নীতিরাজ দুর্বৃত্তদের সঙ্গে মিলেমিশে চলছে। দুর্নীতিরাজ কায়েম করতে দুষ্কৃতীরাজও কায়েম করা হয়েছে।’’ 

সেলিম বলেন, ‘‘সারা বাংলা জুড়ে গ্রামে গ্রামে একটাই শ্লোগান- ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও, লুঠেরাদের হঠিয়ে জনগনের পঞ্চায়েত গড়ো’। এতদিন মমতা ব্যানার্জি বলতেন ‘সিপিএম-কে দূরবীনেও দেখা যায় না’। আর গতকাল শনিবার এই জেলার শালবনীতে এসে নাটক করে গেলেন পিসি ভাইপো।’’

সেলিম বলেন, ‘‘সেই কারণেই চোরদের শাস্তির দাবিতে বাংলার স্বস্তি ফেরাতে দেশের প্রধান বিচারপতির কাছে দুর্নীতির সঠিক বিচারের দাবিতে সই সংগ্রহ। এই লড়াইকে শক্তি শালী করুন।’’ 

সুশান্ত ঘোষ বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। পায়ের তলায় মাটি আজ আলগা হয়ে পড়েছে। মানুষ ওদের দেখলেই চোর চোর করে তাড়া করে ঘৃণা উগরে দেয়। লুঠের ও ডাকাতির টাকায় লাফালাফি করছে। কয়েকটা চোর জেলে গেছে। আরো অনেকে লাইনে আছে। কেউ বেলে আছে। মাথা জেলে যাওয়ার অপেক্ষায়। তারপর গ্রামে গ্রামে ছোটো ছোটো চোরদের কে বাঁচাবে। গ্রামের মানুষ গামছায় বেঁধে কাটমানি, জরিমানার নামে তোলা আদায়ের টাকার হিসাব নেবে।’’

সভায় প্রাথমিক বক্তব্য রাখেন পার্টি নেতা বিজয় পাল। সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক সঞ্চয় সিনহা।

Comments :0

Login to leave a comment