ASIA CUP FINAL

ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় শ্রীলঙ্কার

খেলা

এশিয়া কাপ জয়ের পর শ্রীলঙ্কা।

ভারতকে হারিয়ে প্রথমবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে  ৮ বল বাকি থাকতে ১৬৭  রান করে প্রথমবার এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হরমনপ্রীত । ওপেনিংয়ে শেফালী ভার্মা ১৯ বলে ১৬ রান করে কবিশা দিলহাড়ির কাছে আউট হলেও স্মৃতি মান্দানা ৪৭ বলে ৬০ রান করেন । অধিনায়ক হরমনপ্রীত ১১ রান , রিচা ঘোষ ও জেমিমা রদ্রিগেজ করেন ২৯ ও ৩০ রান । শ্রীলঙ্কার হয়েকবিষা দিলহারি নেন দুটি শেফালী ও স্মৃতির মতো দুটি বড় উইকেট। এছাড়াও সাচিনি ও উদেশিকা নেন একটি করে উইকেট। ১৬৭ রানের লক্ষ্য তারা স্থাপন করেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আটাপট্টু ও হারশিতা মিলে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন শ্রীলঙ্কার হয়ে। আটাপট্টু করেন ৪৩ বলে ৬১ ও হারশিতা করেন ৫১ বলে ৬৯ রান । শ্রীলঙ্কার দাপুটে ব্যাটিংয়ের কোনো জবাবই আজ ছিলনা ভারতের কাছে ।

Comments :0

Login to leave a comment