ভারতকে হারিয়ে প্রথমবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ১৬৭ রান করে প্রথমবার এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হরমনপ্রীত । ওপেনিংয়ে শেফালী ভার্মা ১৯ বলে ১৬ রান করে কবিশা দিলহাড়ির কাছে আউট হলেও স্মৃতি মান্দানা ৪৭ বলে ৬০ রান করেন । অধিনায়ক হরমনপ্রীত ১১ রান , রিচা ঘোষ ও জেমিমা রদ্রিগেজ করেন ২৯ ও ৩০ রান । শ্রীলঙ্কার হয়েকবিষা দিলহারি নেন দুটি শেফালী ও স্মৃতির মতো দুটি বড় উইকেট। এছাড়াও সাচিনি ও উদেশিকা নেন একটি করে উইকেট। ১৬৭ রানের লক্ষ্য তারা স্থাপন করেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আটাপট্টু ও হারশিতা মিলে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন শ্রীলঙ্কার হয়ে। আটাপট্টু করেন ৪৩ বলে ৬১ ও হারশিতা করেন ৫১ বলে ৬৯ রান । শ্রীলঙ্কার দাপুটে ব্যাটিংয়ের কোনো জবাবই আজ ছিলনা ভারতের কাছে ।
Comments :0