Anwar Status Committee

আনোয়ারের শুনানিতে কড়া হবে স্ট্যাটাস কমিটি?

খেলা

আনোয়ারকে নিয়ে বৃহস্পতিবার, ২২  তারিখ, প্রায় ৪ ঘণ্টা ধরে চলা বৈঠকের সিদ্ধান্ত জানানো হতে পারে শুক্রবার ২৩ তারিখ সন্ধ্যার দিকে। প্রায় ২ মাস ধরে চলা এই নাটকের যবনিকা পড়তে চলেছে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের হয়ে সই করলেও এখনো কোনো ম্যাচে নামেননি আনোয়ার। শুক্রবারের সিদ্ধান্তে একটু বেকায়দায় পড়তে পারেন আনোয়ার।

 প্লেযার স্্যাটাস কমিটি বা পিএসি,   আগেই মোহনবাগানের সাথে আনোয়ারের চুক্তি ভঙ্গের বিষয়টিকে ' অসঙ্গত ' বলে জানিয়েছিল। তাই আনোয়ারের অন্তত ৪ মাসের সাসপেনশন এবং ক্ষতিপূরণ স্বরূপ মোহনবাগান পেতে পারে প্রায় ১২ কোটি টাকা । 

এছাড়াও , এই সাসপেনশন লাগু হতে পারে জাতীয় দলের ক্ষেত্রেও। অর্থাৎ প্রায় ৪ মাস ভারতের জার্সিও গায়ে চাপাতে পারবেননা আনোয়ার। সাসপেন্ড হলে আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপের স্কোয়াডে তার নাম থাকলেও খেলতে পারবেননা তিনি । তার ক্যারিয়ার পড়তে চলেছে প্রশ্নের মুখে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ( PSC  ) এই ঘটনার মাধ্যমে একটা স্পষ্ট উদাহরণ সেট করতে চাইছে। যাতে ভবিষ্যতে এই ধরনের অনৈতিক চুক্তি ভঙ্গের ঘটনা ঘটাতে সাহস না পায় কোনো ফুটবলারই।

Comments :0

Login to leave a comment