তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াভয় দুর্ঘটনা, একাটি বাস লরিকে ধাক্কা মারলে দুই মহিলাসহ পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। হতাহতরা ওড়িশা জেলার রায়গড়ার বাসিন্দা এবং কাজের সন্ধানে হায়দ্রাবাদ যাচ্ছিলেন।
শুক্রবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সূর্যপেট জেলায় চিভভেমলা মণ্ডলের (ব্লক) ইলাপুরমের কাছে। পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, শ্রমিকদের বহনকারী বেসরকারি বাসটি দাঁড়িয়ে থাকা একাটি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের সূর্যপেটের সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন শ্রমিক, তাঁরা কাজের জন্য হায়দ্রাবাদ যাচ্ছিলেন।
পুলিশের অনুমান কুয়াশার কারণে বাসের চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটি দেখতে না পেরে হয়তো পিছন থেকে ধাক্কা দেয়। যদিও কিছু প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন যে, টায়ার ফেটে যাওয়ার পর বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মারে। আবার অনেকে জানিয়েছেন সংঘর্ষের পর টায়ার ফেটে যাওয়ার ঘটনাটি ঘটেছে। পুলিশ একটি মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে দুর্ঘটনায় বেসরকারি বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার ফলে সূর্যপেট-খাম্মাম সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে যানজট মুক্ত হয়।
Accident in Telangana
তেলেঙ্গানার সূর্যপেটে দুর্ঘটনা, মৃত পাঁচ পরিযায়ী শ্রমিক
×
Comments :0