Parliament march

২৪ মার্চ সংসদ অভিযানের ডাক ছাত্রদের যৌথ মঞ্চের

জাতীয়

২৪ মার্চ পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে দেশের বাম গণতান্ত্রিক ছাত্র সংগঠন গুলি। ইউজিসি' খসড়া প্রস্তাব বাতিল, জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল ও দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবিতে তাঁরা এই মিছিল করবেন। মূলত দেশের সকল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠন গুলির যৌথ মঞ্চ 'ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার' ডাকে এই মিছিল সংগঠিত করা হবে।

এসএফআই'র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ঠিক করে দিতে চাইছে কেন্দ্র। আরএসএস’র অনুগামীদের জোর করে বসানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাথায়। এই অগণতান্ত্রিক পদ্ধতি ছাত্ররা মেনে নেবে না।"

ময়ূখ আরও জানান, “যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে হায়দারাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি একই কায়দায় ছাত্রদের উপর আক্রমণ করে হচ্ছে। আরএসএস বিজেপি চায় ছাত্রদের গণতান্ত্রিক পরিসর কমিয়ে আনতে। তাই তারা ক্যাম্পাসে নির্বাচন করে না। স্বাধীন চিন্তার বিকাশে বাধা দেয়।”

ছাত্রদের রাজনীতি বিমুখ করতে উদ্ধত হয়েছে দেশের সরকার। যে ছাত্র ১৮ বছরের বয়সে ভোটদানের অধিকার পায় সেই ছাত্রই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত থাকছে। দিল্লির যন্ত্রর মন্তর থেকে তাঁরা মিছিল করে পার্লামেন্ট পর্যন্ত যাবেন।  

Comments :0

Login to leave a comment