Tennis Sumit Nagal

রোসারিও চ্যালেঞ্জারে জয় সুমিতের

খেলা

প্রথম সেটে হেরেরও ম্যাচ জিতলেন ভারতের সুমিত নাগাল। টেনিসে রোসারিও চ্যালেঞ্জার ট্রফিতে হারালেন আর্জেন্টিনার রেনজো অলিভোকে। 
নাগাল প্রথম সেটে ৫-৭ গেমে পরাজিত হন। পরের দুই সেট জিতে নেন ৬-১, ৬-০ ব্যবধানে। 
পেশাদার ক্রমতালিকায় সম্প্রতি পিছিয়ে পড়েছিলেন নাগাল। এই জয় তাঁকে ফের ঘুরে দাঁড়ানোর জায়গা দিল। রোসারিও চ্যালেঞ্জারের প্রি-কোয়ার্টারে উঠলেন তিনি।

Comments :0

Login to leave a comment