maharashtra election result

মহারাষ্ট্রের হারে বিস্মিত কংগ্রেস, মোদী বলছেন ‘সেফ হ্যায়’-ই মহামন্ত্র

জাতীয়

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের সামনে পড়েছে কংগ্রেস জোট মহা বিকাশ আঘাড়ি। বিজেপি’র ‘মহায়ুতি’ জোট প্রায় ২২৮টি আসন পেয়েছে মোট ২৮৮ আসনের মধ্যে। 
কংগ্রেস পেয়েছে মাত্র ১৫আসন। নির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "এই ফলাফলের কোনও ব্যাখ্যাই নেই আমার কাছে"। মহা বিকাশ আঘাড়ি জোট ৪৬টি আসনে জয়ী এবং এগিয়ে রয়েছে। ভোট শতাংশ ৩৩.৭০। 
বিজেপি জোট পেয়েছে ৪৭.৮০ শতাংশ ভোট।
কয়েকমাস আগে লোকসভা ভোটে একেবারে উলটো অবস্থা দেখা গিয়েছিল। রাজ্যের মোট ৪৮টি লোকসভা আসনে বিজেপি জোট পেয়েছিলো ১৭টি আসন। কংগ্রেস জোট পায় ৩০টি আসন। ফলে বিধানসভায় বিপর্যয়ের ব্যাখ্যা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন রমেশের মতো কংগ্রেস নেতারা।
বিধানসভায় কংগ্রেস মোট ১০১ আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৫ আসন পেয়েছে। জয়রাম রমেশ দাবি করেছেন বিজেপি’র তাবড় তাবড় নেতারা ফলাফল সম্পর্কে নিশ্চিত ছিলেননি। 
কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার বলেছেন, "এই বিপর্যয় কেন তা পরবর্তীতে বিস্তারিত ভাবে পর্যালোচনা করা হবে।’’ 
এদিন ফল প্রকাশের পর দিল্লিতে বিজেপি’র জাতীয় দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খন্ডে বিজেপি হেরেছে। ফলে কেবল মহারাষ্ট্রের উদাহরণই দিয়েছেন তিনি। মোদী বলেছেন, ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ এখন দেশের মহামন্ত্র হয়ে উঠেছে। তার আগে সোশাল মিডিয়ায় মোদী মহারাষ্ট্রের জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলেছিলেন। 
‘এক হ্যায় তো সেফ’ হ্যায় স্লোগান আপাত বিচারে একতার হলেও ঘরে ঘরে অন্য বার্তা দিয়েছে বিজেপি-আরএসএস। মুসলিমদের থেকে নিরাপদ থাকতে হলে জাত নির্বিশেষে এক থাকতে হবে হিন্দুদের। জাতগণনার মতো দাবি তুলে হিন্দুদের ভাগাভাগি করা হচ্ছে বলে কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রচার চালিয়েছে বিজেপি-আরএসএস। সামনে আসাম বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এমন প্রচারেই জোর দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে আজ জয়রাম রমেশ বলেছেন, "এই ফলাফলের আমার কাছে কোনও ব্যাখ্যা নেই। প্রধানমন্ত্রী বলেছেন এই জয় উন্নয়নের জয়। ফলাফল প্রকাশের আগে এতো ভাষণ ছিল না বিজেপি নেতাদের মুখে। টার্গেট করে এই ফলাফল তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের সংকল্প অটুট আছে। নিশ্চিত ভাবে আমরা হেরেছি। কিন্তু জনগণের সমস্যা নিয়ে আমরা লড়াই করে যাবো। মহারাষ্ট্রে সংগঠন আরও মজবুত করার লক্ষে কাজ করতে হবে।’’

Comments :0

Login to leave a comment