BARANAGAR ATTACK

হামলা বরানগরেও

জেলা

বরানগরের পুটি ঘাটে সিপিআই(এম) দপ্তর তছনছ করেছে তৃণমূল।

বরাহনগর পৌরসভার অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডে পুটি ঘাটে সিপিআই(এম)’র দীর্ঘদিনের দপ্তরে হামলা করল তৃণমূল। ভোটের ফলাফল বেরনোর সময় ভাঙচুর চালায়। টিভি চেয়ার টেবিল ভিতরে যা ছিল সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেয়। সিপিআই(এম) বরানগর-২ এরিয়া কমিটির অন্তর্গত এই দপ্তরে ২০১১ সালের পরে ফের হামলা করল তৃণমূল।

Comments :0

Login to leave a comment