এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ালো ডালহৌসির কলকাতা নগর দায়রা আদালত চত্বরে। বুধবার সকাল ৭টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। খুন, আত্মহত্যা সব দৃষ্টি কোন থেকেই তদন্ত করা হবে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদসংস্থা জানাচ্ছে মৃত পুলিশ কর্মীর নাম গোপাল নাথ, বয়স ৩০।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "এদিন সকাল ৭ টা নাগাদ নগর দায়রা আদালতের নিচতলার সিঁড়ির কাছে একটি চেয়ারে দেখতে পাওয়া যায় তাঁর দেহ। তাঁর কপালে গুলির আঘাত ছিল। "
তিনি আরও জানাচ্ছেন, "আমাদের ধারণা নিজের নাইন এমএম সার্ভিস পিস্তল দিয়ে গুলি করে থাকতে পারে। দেহের পাশে থেকেই উদ্ধার হয়েছে তাঁর সার্ভিস রিভলবার। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সম্ভাব্য সমস্ত কোণ থেকেই খতিয়ে দেখা হবে।"
পুলিশের সূত্র বলছে ওই পুলিশ কর্মী বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। ঘটনা স্থলে সিনিয়র পুলিশ আধিকারিক, ডিটেক্টিভ এবং ফরেনসিক বিভাগের আধিকারিকরা গিয়েছেন।
The body of the shot policeman was recovered from the court premises
গুলিবিদ্ধ পুলিশ কর্মীর দেহ উদ্ধার আদালত চত্বরে
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/23894/67a34ef3a33d5_Death.jpg)
×
Comments :0