Tiger resting on wall

উত্তরপ্রদেশে লোকালয়ে বাঘের 'হানা'

জাতীয়

উত্তরপ্রদেশের পিলিভিট জেলার টাইগার রিজার্ভ বন থেকে একটা বাঘ বেরিয়ে এসে লোকালয় ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়।
যদিও ১২ ঘন্টা পর বাঘটিকে বনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার বাঘের একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।  একটি দেওয়ালে বসে আরামে রোদ পোহাতে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে। বন বিভাগকে সতর্ক করা হয়েছে এবং বাঘের আশেপাশের এলাকাটি ঘিরে রাখা হয় জাল দিয়ে।
জানা গেছে, সোমবার রাত ১২টায়টায় আটকোনা গ্রামে পৌঁছেছিল বাঘটি যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পাশাপাশি,  বাঘের এক ঝলক দেখতে ভিড়ও জমেছিল বিপুল।
এরপরে জাল ব্যবহার করে বন বিভাগ একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও।
১২ ঘন্টা পরে, মঙ্গলবার বন বিভাগের কর্মকর্তারা বাঘটিকে ঘুম পাড়ানি গুলি দিয়ে নিষ্ক্রিয় করে এবং ধরে ফেলে। তারপর তাকে যথাস্থানে ছেড়ে আসে।

Comments :0

Login to leave a comment