Tried to bring RSS and Vivekananda on the same side

আরএসএস-বিবেকানন্দকেও এক করার চেষ্টা

জাতীয়

সন্ত্রাসবাদী হামলাগুলিকেই গুজরাটে সংখ্যালঘু গণহত্যার নেপথ্য কারণ বলে বৈধতা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকান পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই পডকাস্ট প্রচারিত হয়েছে। তিন ঘণ্টার সুদীর্ঘ পডকাস্টে মোদী নিজের শিশু বয়সের গরিবি থেকে বিশ্বগুরু পর্যন্ত নানা বিষয়ে বলেছেন। সেখানেই তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে ২০০২ সালের গুজরাটের ‘দাঙ্গা’ নিয়ে প্রশ্ন করা হয়। বাস্তবে যা ছিল একতরফা সংখ্যালঘু গণহত্যা। সেই ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে, মোদী এদিন যা বলেছেন তার সারমর্ম হলো, দেশে এবং দুনিয়ায় ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলি যে নাশকতা চালাচ্ছিল, তা নিয়ে মানুষ উত্তেজিত হয়েছিল। সেই কারণেই ওই ঘটনা ঘটেছে বলে মোদী এদিন বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ২০০২ সালের গুজরাট দাঙ্গার পরে গুজরাটে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ফ্রিডম্যান মোদীর সাক্ষাৎকার নেওয়ার জন্য ভারতে এসেছিলেন। তার আগে জানুয়ারি মাসেই জানানো হয়েছিল, মোদীর পডকাস্ট সম্প্রচার করা হবে। ফ্রিডম্যান এর আগে ডোনাল্ড ট্রাম্প, জেলেনেস্কি, নেতানেয়াহু, এলন মাস্ক প্রমুখর সাক্ষাৎকার নিয়েছেন। 
পডকাস্টার লেক্স ফ্রিডম্যান প্রশ্ন করার সময়েই বলে নেন, আদালত মোদীকে গুজরাট হিংসায় ‘ক্লিন চিট’ দিয়েছে। হিংসায় আপনার কোনও ভূমিকা ছিল না। এরপরে মোদীকে ২০০২ সালের গুজরাটের দাঙ্গা সম্পর্কে বলতে বলা হয়। যা আদতে ছিল সংখ্যালঘু মুসলিমদের একতরফা গণহত্যা। উল্লেখযোগ্য বিষয় হলো, মোদীর এদিনের জবাবেও স্পষ্ট হয়ে গেছে, গুজরাটে ২০০২সালে ‘দাঙ্গা’ নয়, একতরফা মুসলিমদের উপরে আক্রমণ হয়েছিল। যদিও মোদী জবাব দিতে গিয়ে সংখ্যালঘু বা মুসলিম শব্দ উচ্চারণ করেননি কিন্তু যা বলতে চেয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন। মোদী প্রথমে দাবি করেন, তিনি গোধরাকাণ্ডের তিন-চার দিন আগেই মাত্র বিধায়ক হন। তার আগে তিনি বিধানসভা, সরকার সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর উপরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ‘দিয়ে দেওয়া’ হয়েছিল। তিনি ভূজের ভূমিকম্পের ত্রাণ নিয়ে ব্যস্ত ছিলেন। অর্থাৎ সব মিলিয়ে প্রমাণের চেষ্টা করেছেন যে তিনি কিছুই করেননি। যে অভিযোগ বারে বারে মোদীর সম্পর্কে উঠেছিল। এরপরে মোদী গুজরাট ‘দাঙ্গা’র আগের ১২-১৫ মাসের একটি ক্রনোলজি বোঝানোর চেষ্টা করেছেন, ‘‘যাতে বোঝা যায় কী পরিস্থিতি ছিল। যেমন- ১৯৯৯ সালে কান্ধাহার বিমান অপহরণ হয়, গোটা দেশে একটা বিরাট তুফান এসে যায় এই ঘটনায়। ২০০০ সালে লালকেল্লায় হামলা হলো। নতুন আরেকটা ঝড় এর সঙ্গে জুড়ে গেল। ৯/১১ আমেরিকায় টুইন টাওয়ারে সন্ত্রাসবাদী হামলা হলো, যা ফের একবার দুনিয়াকে চিন্তিত করে দিল। কারণ, সব জায়গায় এই কাজগুলি একই ধরনের লোকেরাই করছিল। ভারতের সংসদ এবং জম্মু-কাশ্মীর বিধানসভায় সন্ত্রাসবাদী হামলা হয়। ফলে অশান্তির জন্য পরিস্থিতি তৈরি হয়েই ছিল। আগুন লাগানোর জন্য একটি ফুলকিই যথেষ্ট। এরমধ্যেই গোধরার ভয়ঙ্কর ঘটনা ঘটে। মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। কান্ধাহার-৯/১১ আমেরিকা-সংসদে হামলা ইত্যাদিতে যে কী পরিস্থিতি তৈরি হয়েছিল বুঝতে পারছেন।’’ অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদের দায়ে সাধারণ মুসলিমদের হত্যা করা, তাদের উপরে ভয়ঙ্কর নির্যাতন নামিয়ে আনাকে এভাবেই কার্যত বৈধতা দিলেন মোদী। যদিও এর সঙ্গে তিনি বলেছেন, কিছুই না হোক এটাই আমিও চেয়েছিলাম। শান্তি থাকুক এটাই সবাই চায়। 
এর পাশাপাশি তিনি দাবি করেছেন, ২০০২ সালের দাঙ্গা বিরাট বড় বলে যেটা প্রচার করা হয়েছিল, তা বিভ্রান্ত করার জন্য। পরিসংখ্যান দেখলে দেখা যাবে গুজরাটে কত দাঙ্গা হতো। সব সময় কোথাও না কোথাও কারফিউ থাকত। ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেত। সাইকেল ধাক্কা লাগলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেত। ২০০২ এর আগে গুজরাটে ২৫০ বড় দাঙ্গা হয়েছে। যদিও কবে থেকে সেটা বলেননি মোদী। ১৯৬৯ সালে নাকি ৬ মাস ধরে দাঙ্গা হয়েছিল, এমনও দাবি করেছেন মোদী। এরপরেই তার সংযোজন তখন তো আমি কোথাও ছিলামই না। ২০০২ এর দাঙ্গার প্রসঙ্গে মোদী বলেছেন, সেই সময়ে আমাদের বিরোধীরা সরকারে ছিল। তারা চেয়েছিল আমার উপরে যত অভিযোগ লাগুক আর আমার শাস্তি হয়ে যাক। কিন্তু তাদের লাখো চেষ্টার পরেও বিচার বিভাগ সমস্ত বিষয়টি বিস্তারিত দেখে আমাকে সম্পূর্ণ নির্দোষ বলেছে। যদিও মোদীর এই বক্তব্য সত্য নয়। সেই সময়ে কেন্দ্র অটল বিহারী বাজপেয়ীর সরকার। রাজ্যে মোদী নিজেই মুখ্যমন্ত্রী। কেন্দ্রে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই বাস্তবে গুজরাট গণহত্যা সংক্রান্ত সমস্ত মামলাগুলি বন্ধ হয়েছে বা সরকারের পক্ষে রায় গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের অবস্থান থেকে সরে আসায় বা এই নিয়ে চুপ করে যাওয়াতেই মোদী-শাহ সহ অন্যদের সুবিধে হয়েছে বলে মনে করা হয়। এর সঙ্গেই মোদী এদিন দাবি করেছেন, ২০০২ সালের দাঙ্গার পর থেকে পরবর্তী ২২-২৩ বছরে গুজরাটে কোনও বড় দাঙ্গা হয়নি। উল্লেখ্য, আদিত্যনাথও দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উত্তর প্রদেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বিশ্লেষকদের মত, মোদীর গুজরাট বা আদিতন্যাথের হাতে থাকা উত্তর প্রদেশে আসলে সরকারই মুসলিম নিপীড়নকে প্রাতিষ্ঠানিক চেহারা দিয়েছে। ফলে তথাকথিত দাঙ্গা চোখে দেখা যায় না। 
মোদী এদিন আরএসএস নিয়ে অনেকক্ষণ বলেছেন। তিনি বলেন, আরএসএসের থেকেই জীবনের অর্থ এবং মূল্য সম্পর্কে শিক্ষা পেয়েছেন। আরএসএসের থেকেই উদ্দেশ্যপূর্ণ জীবন পেয়েছেন। সেখানে স্বামী বিবেকানন্দকেও আরএসএসের সঙ্গে জুড়ে নিয়েছেন মোদী। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দ যা শিখিয়েছেন, সঙ্ঘও সেটাই শেখায়। মোদীকে প্রশ্ন করা হয়, ৮ বছর বয়স থেকে আপনি আরএসএসের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা হিন্দু জাতীয়তাবাদের সমর্থক। আপনার উপরে আরএসএসের কী প্রভাব? জবাবে মোদী বলেছেন, আরএসএসকে বোঝা অত সহজ কাজ না। আরএসএসের কাজকর্মকে বুঝতে হবে। আরএসএস নিজেদের কর্মীদের জীবনের উদ্দেশ্য দেয়। আরএসএস শেখায় রাষ্ট্রই সবকিছু। মোদী তাঁর ছোটবেলায় এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি ডাফলি নিয়ে দেশভক্তির গান করতেন। আমি পাগলের মতো সেই গান শুনতাম। এরপরেই আমি সঙ্ঘে চলে আসি। সঙ্ঘ দুনিয়ার সবথেকে বড় স্বয়ংসেবী সংগঠন। সঙ্ঘের জন্য দেশই সব কিছু, জনসেবাই প্রভুসেবা। এইরকম পবিত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকা আমার সৌভাগ্য। সেখান থেকেই আমার সমস্ত শিক্ষা। মোদী এদিন আরএসএসের কাছে দেশই যে প্রধান সেটা বোঝানোর চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই ভারতের স্বাধীনতা আন্দোলনে আরএসএসের ভূমিকা, হিন্দু-মুসলিম বিরোধ তৈরি করে গান্ধীজীকে হত্যার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সঙ্ঘের ভূমিকা, স্বাধীনতার পরেও ভারতের পতাকা এবং স্বাধীনতাকে মান্যতা না দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে মোদী কিছু বললেননি। যদিও তাঁকে সেই প্রশ্ন করা হয়নি। 
‘স্বয়ংসেবক’ মোদী এদিন বলেছেন, আরএসএসের লোকেরা শিক্ষায় বিপ্লব আনার জন্য ‘বিদ্যা ভারতী’ নামের সংগঠন শুরু করে। গোটা দেশে এক সময়ে আরএসএসের ২৫ হাজার স্কুল চলত। সেখানে ৩০ লক্ষ ছাত্র-ছাত্রী পড়তো। মোদী বামপন্থীদের শ্রমিক আন্দোলনে ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান প্রসঙ্গ টেনে এনে বলেন, আরএসএসের শ্রমিক সংগঠন স্লোগান দেয়, ‘মজুদররা, দুনিয়াকে এক করো’। এভাবেই মোদী কমিউনিস্টদের সঙ্গে আরএসএসের লক্ষ্যের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন।

Comments :0

Login to leave a comment