মার্কিন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত বাঙলি চিকিৎসক ও বিজ্ঞানী ডাঃ জয় ভট্টাচার্য। মঙ্গলবার এক বিবৃতি জারি করে আমেরিকার শীর্ষস্থানীয় স্বাস্থ্য গবেষণা সংস্থা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’র প্রধান পদে ডাঃ জয় ভট্টাচার্যকে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
১৯৬৮ সালে কলকাতায় জন্ম তাঁর। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পারি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করেন। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। মেডিসিনে ডক্টরেট ডিগ্রি রয়েছে তাঁর। সেই সঙ্গে অর্থনীতিতে পিএইচডিও রয়েছে।
চিকিৎসক জয় ভট্টাচার্যকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘মানুষকে বাঁচাতে এবং স্বাস্থ্য সংক্রান্তে যে কোনও বিষয়ে জয় ভট্টাচার্যের পরামর্শ আমেরিকার নাগরিকদের স্বাস্থ্যের হাল আরও শক্ত করবে।’’
নয়া মার্কিন সরকারে প্রশাসনিক দক্ষতা মন্ত্রকের (ডিওজিই) দায়িত্বে থাকবেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক এবং অনাবাসী ভারতীয় শিল্পপতি বিবেক রামাস্বামী। নির্বাচনে জয়ের পত গত ১৩ নভেম্বর ওয়াশিংটনে এই কথা জানান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন যে ওই মন্ত্রিসভার কাজ হবে সরকারি কোষাগারের অপচয় বন্ধ এবং প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি। মঙ্গলবার স্বাস্থ্য গবেষণা সংস্থা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ’র প্রধান পদে ডাঃ জয় ভট্টাচার্যকে নিযুক্ত করার কথা বিবৃতি জারি করে জানিয়েদিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হোয়াইট হাউস দখলের লড়াইয়ে অর্থনীতিই সহ আরও কিছু ঘরোয়া সমস্যাই ছিল এবারের মূল ইস্যু। খাদ্যপণ্যের দামে ব্যাপক বৃদ্ধি, বেকারির সঙ্কট, বাড়ি ভাড়ায় অস্বাভাবিক বৃদ্ধি এবং গড় আয়ে মারাত্মক হ্রাসের ঘটনায় মূল সরকার বিরোধী ভোটের হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকদের বড় অংশ। ট্রাম্প এই সমস্ত সমস্যা মেটাতে পারবেন, এই ভেবে যে মানুষ ভোট দিয়েছেন তা নয়। বরং বাইডেন-হ্যারিসের শাসনকালে এই সমস্ত সমস্যা বাড়ায় বিদায়ী উপরাষ্ট্রপতিকে আর ভরসা করেননি না সাধারণ খেটে খাওয়া মানুষ। এসবের মধ্যেই ট্রাম্পের বিদ্বেষ ছড়ানো ভাষণ, বেকারি ও অর্থনৈতিক সঙ্কটের জন্য সরাসরি অভিবাসীদের দায়ী করে তাদের দেশছাড়া করার প্রতিশ্রুতি, কিংবা ‘পুরানো গৌরব’ ফিরিয়ে আনার মতো প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করতে পেরেছে। ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মার্কিন মুলুকের ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার মার্নিক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন।
Dr. Jay Bhattacharya
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ডাঃ জয় ভট্টাচার্য
×
Comments :0