IRAQ BOMBING USA

ইরাকে বোমা আমেরিকার, প্রতিবাদ বাগদাদের

আন্তর্জাতিক

উগ্রপন্থী দমনের যুক্তি দিয়ে ইরাকে বোমা ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বোমা ফেলার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে সে দেশের সুরক্ষা পরিষদ। আমেরিকার বোমাবর্ষণে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরাক। সরকারের তরফে বলা হয়েছে কোনও উগ্রপন্থী নিহত হয়নি বোমা হামলায়। আমেরিকার বোমায় নিহত হয়েছেন ইরাকের সুরক্ষা বাহিনীর এক সদস্য। আহত হয়েছেন ১৮ সাধারণ নাগরিকও। আমেরিকার অভিযোগ, কাতিব হিজবোল্লা এবং সহযোগী গোষ্ঠীর উগ্রপন্থীদের হামলায় ইরাকে আক্রান্ত হয়েছে মার্কিন সেনারা। এই উগ্রপন্থী গোষ্ঠীকে মদত জোগাচ্ছে ইরান। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রেন ওয়াটসন বলেছেন ইরাকে মোতায়েন আমেরিকার সেনারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিল্যান্ডে ক্রিসমাসের ছুটি কাটাচ্ছেন বাইডেন। তার মাঝে পশ্চিম এশিয়ার ইরাকে বোমা ফেলার নির্দেশ দিয়ে দিয়েছেন। আমেরিকার ভূমিকাকে সার্বভৌমত্বের ওপর আঘাত আখ্যা দিয়েছে ইরাক সরকার। বাগদাদ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই ভূমিকায় দু’দেশের সম্পর্কে আঘাত পড়বে। জানা গিয়েছে কাতিব হিজবুল্লা শিয়া মুসলিম পন্থী গোষ্ঠীর সশস্ত্র বাহিনী। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের অভিযোগ, এই গোষ্ঠী হামলা চালিয়েছে এরবিল বিমানঘাঁটিতে।

Comments :0

Login to leave a comment