UTSAVE ANUVABE / POETRY / MAHUYA DAS HAZRA / DIPABALI / NATUNPATA / 21 OCTOBER 2025 / 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — মহুয়া দাস হাজরা — দীপাবলি — নতুনপাতা — ২১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POETRY  MAHUYA DAS HAZRA  DIPABALI  NATUNPATA  21 OCTOBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে  

কবিতা

দীপাবলি

  ----------------------------- 
   মহুয়া দাস হাজরা
  ----------------------------- 

নতুনপাতা  

২১ অক্টোবর ২০২৫, বর্ষ ৩ 

 


আকাশের তারাগুলো 
নীচে এল নেমে 
আলোময় ভুবনে 
রাত গেল থেমে।


চোদ্দ দীপের আলোয় 
চিনে নিয়ে ঘর 
পূর্বপুরুষেরা যেন
ফিরছে আবার।


হেমন্ত নিয়ে এল 
শিরশিরে ভাব
দীপমালা মুছে দেয়
সকল অভাব।

Comments :0

Login to leave a comment