পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। বিজেপি’র সঞ্জয় জয়সোয়াল এস্টিমেট কমিটির চেয়ারম্যান হবেন। লোকসভার সচিবালয় থেকে প্রকাশিত বুলেটিনে বিভিন্ন কমিটির গঠন সম্পর্কে জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিষয়ক কমিটির চেয়ারম্যান হবেন বিজেপি’র বৈজয়ন্ত পাণ্ডা। তিনটি কমিটিরই ময়াদ এক বছর। লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেরই সদস্যরা থাকবেন এই তিন কমিটিতে।
এই তিন কমিটি ছাড়াও মন্ত্রক সম্পর্কিত বিভিন্ন স্থায়ী কমিটিতে থাকেন সাংসদরা। মন্ত্রকগুলির কাজ সম্পর্কে বিশদে মূল্যায়ন করা সুযোগ থাকে এই কমিটির। সংসদে বিল পেশ হওয়ার পর বিভিন্ন সময়ে বিস্তারিত আলোচনার জন্যও পাঠানো হয় সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে। তবে লোকসভার অদ্যক্ষ ওম বড়লা এখনও স্তায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত জানাননি।
পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে সরকারি বিভিন্ন ক্ষেত্রে জমা খরচের পর্যালোচনা হয়। সাধারণভাবে লোকসভার দলনেতা অথবা লোকসভায় সবচেয়ে বেশি সদস্যের বিরোধী দলের নেতাকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। সরকারি হিসেব সংক্রান্ত এই কমিটির চেয়ারম্যান সেক্ষেত্রে হওয়ার কথা লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর। আগের লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের ছিলেন অধীর চৌধুরী। তবে রাহুল নিজে না গিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা বেণুগোপালকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গিয়েছে।
অন্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি কল্যাণ সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হচ্ছেন বিজেপি’র গণেশ সিং। তারর দলেরই ফগন সিং কুলস্তে হবে তফসিলি জাতি এবং আদিবাসী কল্যাণ সম্পর্কিত কমিটির চেয়ারম্যান।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের মেয়াদে যদিও সংসদীয় রীতিনীতির ওপর আঘাতের অভিযোগ বারবার উঠেছে। স্ট্যান্ডিং কমিটিতে বিরোধীদের যতটা গুরুত্ব দেওয়া হতো, তা না থাকার অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। তবে গত দু’বারের তুলনায় মোদীর নেতৃত্বে তৃতীয় সরকারের পর্বে লোকসভায় বিরোধীদের সংখ্যা অনেক বেশি। বস্তুত জোট সঙ্গীদের সহায়তায় গরিষ্ঠতার সীমা পার করেছে বিজেপি জোট এনডিএ। আগেরবার বেশিরভাগ কমিটির ক্ষেত্রে মতবিরোধ দেখা গিয়েছিল। তুলনায় এবার মতৈক্যের ভিত্তিতে কমিটি তৈরি হয়েছে এই কারণেই।
PAC Parliament
সংসদীয় পাবলিক অ্যাকাউন্ট কমিটির প্রধান বেণুগোপাল
×
Comments :0