সিউড়ি তিলপাড়া ব্যারেজে সাময়িক বাস চলাচলের অনুমতি দিল বীরভূম জেলা প্রশাসন। রবিবার ৭ থেকে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই দিনগুলিতে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ব্যারেজের আংশিক সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। আগে বাইক, অ্যাম্বুলেন্স এবং ই -রিকশা চলাচলের অনুমতি ছিল। এবার বাস চলাচলেও ছাড় দেওয়া হল। তবে তা সাময়িক।
সিউড়ি শহরের উপকন্ঠে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজের সেতুটি হচ্ছে ১৪ নং জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম। সেই সেতুরই নিম্নধারায় থাকা কংক্রিটের জল বিভাজনকারী দেওয়ালে প্রথমে চিড় এবং ক্রমে সেই চিড় ফাটলের আকার নেয়। অবশেষে গত ৭আগস্ট ফাটল বরাবর দেওয়ালের সামনের অংশ ভেঙে মিশে যায় জলে। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এই সড়কপথ বন্ধে দূর্ভোগ চরমে পৌছেছে সাধারণের।
Tilpara Barrage
সিউড়ি তিলপাড়া ব্যারেজে সাময়িক বাস চলাচল শুরু

×
মন্তব্যসমূহ :0