VOCATIONAL TEACHERS

কর্মীই মানে না সরকার, বন্‌ধের নির্দেশিকায় ক্ষোভ বৃত্তিমূলক শিক্ষকদের

রাজ্য

দাবি নিয়ে পৌঁছালে সরকার নিজের কর্মী বলেই স্বীকার করে না। বলা হয়, বেসরকারি সংস্থা নিযুক্ত কর্মীদের বিষয়ে সরকার পদক্ষেপ নিতে পারবে না। অথচ, ধর্মঘটের বেলা হাজিরার সরকারি নির্দেশ পাঠানো হলো সেই ‘ভেকেশনাল শিক্ষকদের’। 
রাজ্যের সরকার ও সরকার পোষিত ১৬১১টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত "ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের" অন্তর্গত বিভিন্ন বৃত্তিমূলক  বিষয়ে ছাত্র ছাত্রীদের পাঠদানে নিযুক্ত শিক্ষকরা। কিন্তু তাঁদের নিয়োগ করে বিভিন্ন বেসরকারি সংস্থা। বেতনও দেওয়া হয় বেসরকারি সংস্থার মাধ্যমে। মানতে হয় বেসরকারি সংস্থার নিজস্ব নিয়ম। কোনও দাবি নিয়ে সরকারের দ্বারস্থ হলে নিজের কর্মী বলে স্বীকারও করা হয় না। অথচ এই অস্থায়ী শিক্ষক-শিক্ষিকাদের ধর্মঘট সংক্রান্ত সরকারি নোটিশ ধরানো হয়েছে।
আর জি করের ঘটনায় এসইউসিআই ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডাকে শুক্রবার। বন্‌ধকে বিরোধিতা করে রাজ্য সরকার আজ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করেছে। নবান্ন থেকে জারি হয়েছে নির্দেশিকা।  সেই নির্দেশিকায় স্পষ্ট বলা আছে কোনরকম ছুটি আজ মঞ্জুর করা হবেনা, সকলকে উপস্থিত থাকতে হবে, উপস্থিত না থাকলে শোকজ করা হবে এবং আজকের দিনের বেতন কাটা যাবে। এই সরকারি নির্দেশিকা ধরানো হয়েছে বেসরকারি সংস্থা নিযুক্ত কর্মচারী এই বৃত্তিমূলক শিক্ষকদের হাতেও। 
এই শিক্ষকদের সংগঠন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, "বন্‌ধ পালন করার ক্ষেত্রে সরকার বলে আমার নিয়ম মানতে হবে,  বেসরকারি সংস্থা বলে এটা সরকারি নির্দেশ,  কোনোভাবেই আজকে ছুটি মঞ্জুর হবে না।  অথচ সরকারের কাছে পেশাগত সমস্যা নিয়ে আবেদন করলে বলে। ‘আপনাদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, আপনারা আমাদের কর্মচারী নন।’ যেমন আমরা এখনও গত মাসের বেতন পাইনি। তার দায় সরকার নেবে না।’’ 
ভৌমিক বলেছেন, ‘‘এই জঘন্য মানসিকতাকে ধিক্কার জানাই"।

Comments :0

Login to leave a comment