Md Salim

তদন্তের নামে তামাশা নয়, চাই সুবিচার: সেলিম

রাজ্য কলকাতা

‘‘১০০ দিন আগে সিবিআই এই তদন্ত ভার পায়। আজ বাংলার বুকে এক ঐতিহাসিক দিন। স্বাধীনতার আন্দোলনের দুজন শহীদ হয়েছিলেন এই বাংলাতে এই দিনে। রাজ্যের মানুষ বিচার দেখতে চায়, তামাশা নয়। আমরা সুবিচার চাই। দেশের মানুষ রাজ্যের মানুষ বিচারের দাবিতে পথে নেমেছে। তাদের ওপর হামলা হয়েছে,’’ সিজিও কমপ্লেক্স থেকে বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
এদিনের অভিযানে সভাস্থল থেকে তিনি অভিযোগ করেন, ‘‘ পুলিশ দিয়ে মমতা চেয়েছিল ধামা চাপা দিতে। পুলিশ ধর্ষণ আটকাতে পারছে না। যারা প্রতিবাদ করছে তাদের আটকাচ্ছে। মমতা ব্যানার্জি বলতেন তিনি সব জানেন, ওনার মদতেই এই দুষ্কৃতি রাজ। মানুষ এই রাজ্য থেকে পরিত্রাণ চাইছে’’। 
অপকর্ম রুখতে ব্যর্থ রাজ্য এবং কেন্দ্রের সংস্থাগুলিকে কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছে দুই শাসকদল সেই বিষয়ে তিনি নিশানা করেন। তিনি কটাক্ষ করেন, ‘‘রাজ্যের পুলিশ কালীঘাটের ময়না আর সিবিআই মোদীর অনুমতি ছাড়া কথা কয়না। এই খুন সরকার করেছে, দুর্নীতি কায়েম রাখতে। মানুষ যখন প্রতিবাদ করছে তখন বিজেপি মন্দির মসজিদ দিয়ে ভাগ করছে’’।
পাশাপাশি এই লড়াইয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও কুর্নিশ জানান তিনি। এই মামলায় অন্যতম অভিযুক্তদের আড়াল করার চেষ্টা নিয়েও সরব হন সেলিম। তিনি বলেন সন্দীপ ঘোষকে আড়াল করেছে মমতা, ওকে শাস্তি দেয়নি। পুলিশ কমিশনারকেও সরায়নি। বিনীত গোয়েলের নেতৃত্বে প্রমাণ লোপাট করার অভিযোগ করেন তিনি। 
সিবিআইকে নিরপেক্ষভাবে আদালতে সব কথা বলতে, তদন্ত দ্রুত করতে হবে বলে এদিনের সভাস্থাল থেকে দাবি করেন সেলিম। তদন্তে ঢিলেমির বা অতি দ্রুত শেষ করার নামে সত্য যেন ধামা চাপা না দেওয়া হয় সেই দাবিও জানান তিনি। 
‘‘যারা লাশ পোড়ালো তাদেরও ডাকতে হবে। তদন্তের এক্তিয়ার বাড়াতে হবে। দরকার পড়লে ১৪ তলা অবধি যেতে হবে। আজ মানুষ বলছে সত্যের এর জয় হবে, সরকার বলছে অসত্যের জয় হবে, লড়াই এখানে,’’ বলেন তিনি।

Comments :0

Login to leave a comment