BENGAL RAPE COURT

ধর্ষণে দ্রুত বিচারের আদালত চালু করছে না রাজ্য

রাজ্য

হুগলীর অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল, আশা কর্মী, বিড়ি শ্রমিক ইউনিয়নগুলির যৌথ উদ্যোগে বিচারের দাবিতে অবরোধ ব্যান্ডেল জি টি রোড মোড়ে।

ধর্ষণ এবং শিশু নিপীড়নের মামলার দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট করার আগ্রহ নেই রাজ্যের তৃণমূল সরকারেরই। জাতীয় স্তরের প্রকল্পে রাজ্যকে অনুমোদন দেওয়া হলে তার মাত্র কয়েকটি চালু হয়েছে আদালত চালু হয়েছে। বিপদের সময় মহিলাদের হেল্পলাইন চালুর জাতীয় প্রকল্পও রাজ্যে চালু করেনি তৃণমূল কংগ্রেস সরকার।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠি জবাবে রাজ্যেরই গাফিলতির একাধিক তুলে ধরে পালটা চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রের সরকারে আসীন বিজেপি’র ভূমিকাও বারবারই গোটা দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে হত্যায় প্রমাণ লোপাটের অভিযোগ সরাসরি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধেই। অভিযোগ রয়েছে পুলিশের ভূমিকাতেও। সংশ্লিষ্ট দুই দপ্তরের দায়িত্বেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নজর ঘোরাতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জাতীয় স্তরে কড়া আইনের দাবি জানিয়েছিলেন তিনি। ধর্ষণের মামলার দ্রত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত করার দাবিও তুলেছিলেন। 
সরকারি তথ্য হলো, কেন্দ্রের সংশোধিত প্রকল্পে রাজ্যকে ১৭টি ফাস্ট ট্র্যাক কোর্ট করার অনুমোদন দেওয়া হয়েছিল। এই আদালতের কয়েকটি একেবারেই শিশু নিপীড়ন রোধ আইন ‘পকসো’-তে বিচার সংক্রান্ত। এ বছরের জুন পর্যন্ত ৬টি পকসো ফাস্ট ট্র্যাক আদালত চালু হয়েছে কেবল। বাকি আদালত চালু হয়নি।
সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ধর্ষণ এবং শিশু নিপীড়নের অভিযোগের ভিত্তিতে ঝুলে থাকা মামলার সংখ্যা ৪৮ হাজার ৬০০। তা-ও বাকি ১১টি দ্রুত নিষ্পত্তির আদালত চালু হয়নি রাজ্যে। 
রাজ্যে বা কেন্দ্রে ধর্ষণের অভিযোগে ফাস্ট ট্র্যাক কোর্টে জোর দিলেও সমস্যার সেটিই একমাত্র কারণ নয়। প্রশাসনিক স্তরে সদিচ্ছা, রাজনৈতিক-সামাজিক দৃষ্টিভঙ্গিরও গুরুত্ব রয়েছে। উত্তর প্রদেশের বিজেপি সরকার। কিন্তু হাথরসে দলিত কন্যার ধর্ষণ হত্যায় অভিযুক্তরা ছাড়া পেয়ে গিয়েছে। 
এ রাজ্যে কামদুনির ধর্ষণ হত্যায় ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয় প্রতিবাদের মুখে। সেই আদালতে কড়া শাস্তি হলেও হাইকোর্টে দোষীদের ছাড় দেওয়া হয়েছে ‘প্রমাণের অভাবে’। প্রমাণ হাজির করার দায়িত্ব থাকে পুলিশ বা তদন্ত সংস্থার ওপর। আবার গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের মেয়াদের আগে ছাড়ানোর দায়িত্ব নেয় কেন্দ্র এবং সে রাজ্যের সরকারে আসীন বিজেপি।

Comments :0

Login to leave a comment