মঙ্গলবার স্বাধীনতার ৭৬ বর্ষপূর্তিতে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানকে রক্ষার শপথ নিচ্ছেন বামপন্থী কর্মীরা। সিপিআই(এম) দপ্তরগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হচ্ছে।
এদিন সকালে স্বাধীনতা দিবসে সিপিআই(এম)’র রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করছেন বিমান বসু। উপস্থিত ছিলেন সূর্য মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
শিলিগুড়ি হিলকার্ট রোডে দার্জিলিং জেলা বামফ্রন্টের উদ্যগে মানববন্ধন কর্মসূচি। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তলন ও শপথ বাক্য পাঠ করান জীবেশ সরকার। রয়েছেন সমন পাঠক, তাপস গোস্বামী, অনিরুদ্ধ বসু,জয় চক্রবর্তী, সৌরভ সরকার প্রমুখ।
জলপাইগুড়ি জেলা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক সলিল আচর্য।
৭৭-তম স্বাধীনতা দিবসে মালদা জেলা বামফ্রন্টের আহ্বানে মানব বন্ধন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় মালদা শহরজুড়ে।
প্রারম্ভিক বক্তব্য রাখেন সিপিআই(এম)এর জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। শপথ বাক্য পাঠ করান সিপিআই নেতা তরুণ দাস।
মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা সিপিআই(এম) দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার প্রবীন নেতা দিলীপ নারায়ণ ঘোষ। স্বাধীনতা সংগ্রামীদের ফুলমালা দিয়ে কর্মসূচির সূচনা করেন পার্টির জেলা সম্পাদক আনোয়ারুল হক। সিপিআই(এম) নেতা প্রাবন্ধিক ভানু কিশোর সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, অন্যান্য বছরের মতোই এবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদ্যাপন পালিত হলো চোপড়া, ইসলামপুর কালিয়াগঞ্জ ইটাহারে রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায়। দেশের সার্বভৌমত্ব বজায় রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ আন্দোলন প্রসারিত করা এবং ভারতের সংবিধানের মূল মর্মবস্তু রক্ষায় সংবিধানের প্রস্তাবনার একটা অংশ তুলে ধরেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে।
Comments :0