Jyotipriya Mallick

আরো ১৪ দিন জেল হেফাজত ‘বালুর’

রাজ্য

রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার চারদিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ নভেম্বর। এদিন অসুস্থতার কারণে তাকে ভার্চুয়ালি আদালতে পেশ করে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। শুনানি ছিল সিটি সেশন কোর্টের ইডির বিশেষ আদালতে। জেল থেকেই ভার্চুয়াল মাধ্যমেই প্রাক্তন খাদ্য মন্ত্রীর কাছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিচারক। তখনই জ্যোতিপ্রিয় মল্লিক বিচাকরের কাছে বাঁচার জার্জি জানায়, তিনি বলেন, ‘‘স্যার, আমি বাঁচতে চাই। আমার শরীরের অবস্থা ভাল নেই। হাত-পা অবস হয়ে যাচ্ছে। সুগার প্রায় ৩৫০। আমার কিডনি, লিভার সমস্যা রয়েছে , আমার চিকিৎসার প্রয়োজন আছে আমায় বাঁচতে দিন’’। আদালতে মন্ত্রী এদিন একাধিকবার বাঁচার আর্তি জানালেও তার আইনজীবী মন্ত্রীর জামিনের আর্জি জানাননি। রাজ্যের মন্ত্রী ‘বালু’ এদিন আদালতে নিজেকে আইনজীবী দাবি করে বলেন, ‘‘আমি আইনজীবী, হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য’’। একথা শুনে বিচারক বলেন, ‘আপনি যখন নিজে আইনজীবী তাহলে নিশ্চই আদালতের এক্তিয়ার জানেন’।  
এদিন শারীরিক অসুস্থতার কারণে জেলের পরিবর্তে হাসপাতালে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। তাঁর সেই আর্জি গ্রহণ করেনি আদালত। সমস্ত কিছু শোনার পর জ্যোতিপ্রিয় মল্লিককে ফের জেল হেফাজতের নির্দেশই দিয়েছেন বিচারক। জেলে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যাতে জেরা করতে পারেন সেই মর্মে নির্দেশ জানির জন্য আদালতে আবেদন করেছেন ইডির আইনজীবী। আদালত সূত্রের খবর, জেলে থাকলেও তদন্তের স্বার্থে মন্ত্রীকে সেখানে গিয়ে জেরা করতে পারবেন ইডির তদন্তকারীরারা। ইডির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারক। 
 

Comments :0

Login to leave a comment