Winter Cloth Distribution

শীতবস্ত্র প্রদান মহিলা সমিতির

জেলা

আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামে শীতবস্ত্র প্রদান।


অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের পাশে দাঁড়াল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ধাপা বাইপাস আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আনন্দপুর থানার উত্তর পঞ্চান্নগ্রামে ৫০ জন মহিলাকে শীতবস্ত্র প্রদান করা হয়।‌ এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) ধাপা বাইপাস এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ ব্যাপারী, মহিলা সমিতির আঞ্চলিক কমিটির সম্পাদিকা রুমকি সরকার, সুনীল দাস, উল্লাস রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment