Border Gavaskar Trophy

যশস্বীর দাপটে বড় রানের পাহাড়, টেস্টে ৩০তম সেঞ্চুরী বিরাটের

খেলা

পার্থে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়ার পর পরিস্থিতি সামলেছিলেন বুমরাহ, সিরাজরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী করে ফেললেন এক অন্যন্য রেকর্ড। প্রথম ইনিংস ডাকে (০ রানে) আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৫০ উপর রান করার নজির রয়েছে অনেক ব্যাটসম্যানদের। এইবার সেই তালিকায় জায়গা করে নিলেন যশস্বী জয়সোয়াল। ২৯৭ বলে তিনি করেন মোট ১৬১ রান। তাকে যোগ্য সহায়তা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু মিচেল মার্শের বলে তার আউটের পর থেকেই পন্থ (১ রান ) , প্যাড্ডি কাল (২৫ রান) , ধ্রুব জুরেল (১ রান) এবং ওয়াশিংটন (২৯ রান) একে একে প্যাভিলিয়নে ফিরতে থাকেন। রবিবার ম্যাচে যেন নিজেকে ফিরে পেলেন বিরাট। ১৪৩ বলে ১০০ রানে নট আউট থাকলেন তিনি। টেস্টে করে ফেললেন নিজের ৩০ তম সেঞ্চুরি। ইনিংস শেষে অজিদের জন্য ভারত ৪৮৭ রানে ৬ উইকেটে ডিক্লেয়ার দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইতিমধ্যেই ৩ টি উইকেট পড়ে গেছে। নাথান ও লাবুশেনকে আউট করেছেন বুমরাহ। কামিন্সকে আউট করেছেন সিরাজ। বর্তমানে তাদের স্কোর ১২ রানে ৩ উইকেট।

Comments :0

Login to leave a comment