বালিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও চারজন। আহতদের হাওড়ার জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পারওয়া গেছে হাসপাতাল সূত্রে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালি থানার অন্তর্গত জি টি রোডে দেওয়ানগাজি এলাকায়।
জানা গেছে বুধবার রাত ১২টা নাগাদ সিমেন্ট ঢালাই মিক্সার মেশিন পিষে দেয় একটি হলুদ ট্যাক্সি এবং দুটি বাইককে। সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির ভিতর থেকে তিনজনকে উদ্ধার করা হয় গভীর রাতে। একজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। বালি ট্রাফিক এবং বালি পুলিশ উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। ঘটনাস্থালে আসেন দমকলের আধিকারিকরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডাম্পারটিকে আর্থ মুভার দিয়ে সরানো হয়। ঘটনাকে কেন্দ করে এলাকার প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কা জনক। পুলিশ সূত্রে খবর দুর্ঘটনায় দুই জন মারা গেছেন, তাদের মধ্যে একজন ট্যাক্সি চালক এবং একজন যাত্রী। চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে যানজট শুরু হয়। সিমেন্ট ঢালাই মিক্সার মেশিনের চালক পলাতক। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে বালি থানার পুলিশ। ইতিমধ্যেই ঘাতক সিমেন্ট ঢালাই মিক্সার মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ।
Accident
বালিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24102/67ada83658e5a_a.jpeg)
×
Comments :0