Tangra Building Tilt

পলাতক থাকার পর গ্রেপ্তার ট্যাংরার প্রমোটার

কলকাতা

ট্যাংরার হেলে পড়া ফ্ল্যাটের প্রমোটারকে মঙ্গলবার গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। এদিন সকালে তিলজলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রমোটারের নাম রজত লি। ট্যাংরায় ফ্ল্যাট হেলে পড়ার পর থেকেই পলাতক ছিলেন ওই প্রমোটার। তবে প্রশ্ন উঠছে ওই প্রমোটার যখন কলকাতাতেই ছিল তখন তাকে ধরতে এতো দিন কেন সময় লাগলো পুলিশের?

গত ২২ জানুয়ারি কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে হেলে পড়ে একটি পাঁচ তলা ফ্ল্যাট। স্থানীয় বাসিন্দাদের দাবি বেআইনি ভাবে ওই ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। জমিতে কোন ছাড় না দিয়েই কাজ করা হচ্ছিল। পাঁচতলা বাড়ি পাঁচ মাস ধরে উঠছে বেআইনিভাবে। পৌরসভা কোন পদক্ষেপ কেন নিল না তা নিয়েও উঠেছে প্রশ্ন

গত বৃহস্পতিবার ওই বাড়ি ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পৌরসভার কর্মীদের। বাড়ি না ভেঙে ফিরে আসতে হয় তাদের। বাসিন্দাদের দাবি তাদের পুনর্বাসন না দিলে তারা কোন ভাবে বাড়ি ছেড়ে যাবে না। তার সাথে ওই এলাকায় আরও যত বেআইনি নির্মান আছে তা সব ভাঙতে হবে।

সেদিনের ঘটনা প্রসঙ্গে সেলিম বলেন, কার থেকে কত টাকা কাকে দেবে, কার বাড়ি কে প্রমোটার কোনও হিসেব থাকছে না। তার সঙ্গে সিন্ডিকেট রাজ তো চলছেই। আজ যখন ভাঙতে যাচ্ছে, বিকল্প ব্যবস্থা তো থাকতে হবে। এরাই বাড়ি তৈরি করেছেন, এখন ভাঙছেন। এবার ফাঁদে পড়া মানুষকে উদ্ধারের দায়িত্ব এঁদেরই নিতে হবে।   

Comments :0

Login to leave a comment