Kumbha mela

ফের আগুন কুম্ভে

জাতীয়

কুম্ভ মেলায় ফের আগুন। এদিন সেক্টর ১৮র একাধিক তাঁবুতে আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিনের দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি থেকে আগুন লাগলো এই নিয়ে এখনও কোন সঠিক তথ্য জানায়নি যোগী প্রশাসন।

কুম্ভ মেলাকে কেন্দ্র করে নিজেদের ঢাক পেটাতে গিয়েছিলে মোদি এবং যোগী প্রশাসন। কিন্তু একের পর এক ঘটনা কুম্ভ মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক যেই গাফিলতি তা প্রমান করছে। 

গত ২৯ জানুয়ারি কুম্ভ স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জন দর্শনার্থীর। আহত একাধিক। মৃতদের পরিবার পিছু ক্ষতিপুরণ ঘোষনা করেছে যোগী প্রশাসন। বিরোধীদের দাবি মৃতের সংখ্যা গোপন করছে প্রশাসন। এই নিয়ে সংসদেও তারা সরব হয়েছেন। একাধিক সাধু এবং দর্শনার্থী দাবি করেছেন বিশিষ্টদের দেখভাল নিয়েই ব্যাস্ত প্রশাসন। সাধারণের জন্য কোন চিন্তা নেই তাদের।

এর আগেও কুম্ভ মেলায় আগুন লাগার ঘটনা ঘটে। একাধিক ঝুপড়ি পুড়ে যায় তাতে।  

Comments :0

Login to leave a comment