আমেরিকা সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি দিয়ে ফোন মুম্বই পুলিশের কাছে। মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে আসা ওই হুমকি ফোনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালাতে পারে সন্ত্রাসীরা।
হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে এবং তার চলে যাওয়ার আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য তদন্ত শুরু করা হয়।
মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকি ফোনের পিছনে থাকা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং দেখা গেছে যে সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।
চার দিনের সফরে ফ্রান্স ও আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার দিনের সফরের প্রথম ধাপ শেষ করে বুধবার আমেরিকায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Modi
আমেরিকা সফরের আগেই প্রধানমন্ত্রীর বিমানে হামলার হুমকি
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24069/67ac59d6bed4f_mo.jpeg)
×
Comments :0