Atishi

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী অতিশী

জাতীয়

কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণার দুদিন পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসল অতিশীর নাম। পরিষদীয় দলের বৈঠকে কেজরিওয়াল অতিশীর নাম প্রস্তাব করেন এবং আপ বিধায়করা সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করেন।
সূত্রের খবর, কোনও উপমুখ্যমন্ত্রী থাকবেন না এবং ২৬-২৭ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নেবেন কালকাজি কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অতিশী।
দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, ‘‘পরীক্ষার সময়ে অতিশীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করার জন্য এজেন্সিগুলিকে আপের বিরুদ্ধে অপব্যবহার করা হচ্ছিল। আম আদমি পার্টি এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে’’।
রাই বলেন, আম আদমি পার্টির জন্মলগ্ন থেকে তাঁর সঙ্গে থাকা অতিশীর দু'টি বড় দায়িত্ব — দিল্লির দুই কোটি মানুষের জন্য কাজ করা এবং বিজেপির ষড়যন্ত্র বন্ধ করা।
গত সপ্তাহে আবগারি নীতি মামলায় জামিন পাওয়া কেজরিওয়াল ১৫ সেপ্টেম্বর দু'দিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ঘোষণা করার পরে দিল্লির রাজনৈতিক মহলকে চমকে দিয়েছিলেন।

Comments :0

Login to leave a comment