কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সিজিও কমপ্লেক্সের অদুরে চপ ভেজে প্রতীকী প্রতিবাদ জানালেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।
তাদের এই প্রতিবাদ করমসূচির নাম দিয়েছে ‘বেকার মেলা’। টেট পাস ছেলে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চপ ভাজছে, সবজি-ফল বিক্রি করছে।
চাকরি প্রার্থীদের কথায়, আজ রাজ্যে কয়েক হাজার স্কুলে শিক্ষকের অভাবে বন্ধ হচ্ছে। আর যোগ্যতা থাকার পর ও এনারা রাস্তায়। চাকরি বিক্রি করে শাসক দলের নেতারা জেলে। এই বাংলা কেউ চাই না। আমরা চাই দ্রুত যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে সব শুন্য পদে নিয়োগ চাই।
JOB PROTEST
সিজিও কমপ্লেক্সের সামনে চাকরি প্রার্থীদের ‘বেকার মেলা’
×
Comments :0