Sabooj Sathi

পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি প্রকল্পের সাইকেল

জেলা

সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পড়ুয়াদের জন্য বরাদ্দ শয়ে শয়ে সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে পুরুলিয়া ১ নম্বর ব্লক অফিস চত্বরে। মরচে পড়া জরাজীর্ণ সাইকেলগুলিতে জমেছে ধুলোর আস্তরণ । অথচ সেই সমস্ত সাইকেল দেখভাল করার কেউই নেই। কেন বছরের পর বছর ধরে এই সাইকেল গুলি এভাবে পড়ে আছে তা প্রশাসনের কেউই নাকি জানে না। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যায় কোভিডের গল্প। সেই সময় নাকি অনেক পড়ুয়া সাইকেল নেয়নি। সেগুলোই নাকি ডাঁই হয়ে পড়ে আছে। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বক্তব্য কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপ কিভাবে দূর করা যায় সে চেষ্টা করা হচ্ছে।
সবুজ সাথীর সেই সাইকেল গত বেশ কয়েক বছর ধরে পুরুলিয়া এক নম্বর ব্লকের একটা অংশে ডাঁই হয়ে পড়ে আছে। জং ধরেছে সে সাইকেলে। ধুলোর আস্তরণ। কেন এই সাইকেল গুলি বছরের পর বছর এভাবে বিলি না হয়ে পড়ে আছে তার উত্তর প্রশাসনের কারোর কাছে নেই। কিন্তু বাস্তব সত্য হলো পড়ে পড়ে নষ্ট হয়েছে এই সমস্ত সাইকেল গুলো। কোটি কোটি টাকা এভাবেই চলে গেল। এমনিতেই সবুজ সাথী প্রকল্পে যে সাইকেলগুলো পড়ুয়াদের দেওয়া হয় তার গুণগত মান নিয়ে প্রথম থেকেই ছিল প্রশ্ন। এবার আবার সাইকেল আসার পর বিলি না হয়ে পড়ে পড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। হেলদোল নেই প্রশাসনের।

Comments :0

Login to leave a comment