বিলাসপুরে রেল দুর্ঘটনায় নিহত মেমু ট্রেন চালক বিদ্যাসাগরের ঘাড়ে দোষ চাপিয়ে দিল রেল। মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুরে গাতোরা রেলওয়ে স্টেশনের কাছে কোরবা-বিলাসপুর মেমু যাত্রীবাহী একটি ট্রেনটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা মারে। ঘটনায় লোকো পাইলট সহ ১১ জন নিহত হয়েছেন। ২০ জন গুরুতর আহত হয়েছেন। সহকারী চালক রশ্মি রাজ গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে রেলের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণগুলি স্পষ্ট হয়ে উঠেছে। রেল রেল সূত্রে দাবি করা হয়েছে, ট্রেনের চালকের অনভিজ্ঞতার কারণেই এই দুর্ঘটনা। অভিযোগ একাধিক সিগন্যাল উপেক্ষা করেছিল চালক। বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি ব্রজেশ কুমার মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল রেল দুর্ঘটনার কারণে জানতে তদন্ত শুরু করেছে।
সহকারি চালক রশ্মি রাজ মালগাড়ির গার্ড সুনীল কুমার সাহু, মেমু ম্যানেজার এ কে দীক্ষিত সহ একাধিক রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে, তদন্তকারীদের প্রাথমিক তদন্তে যে রিপোর্ট উঠে এসেছে সেখানে বলা হয়েছে, গতোরা স্টেশন থেকে ছাড়ার সময় ট্রেনটি সবুজ সিগন্যাল পেয়ে ৭৬ কিমি গতিতে চলছিল। তারপর দু'টি হলুদ সিগন্যাল দেখেও ট্রেনের গতি চালক কমাননি। তারপর লাল সিগন্যালেও ট্রেনটি থামাননি চালক বিদ্যাসাগর। ৫০ কিলোমিটার গতিতে ট্রেনটি ধাক্কা মারে সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। মেমু ট্রেনের চালক বিদ্যাসাগর মাত্র এক মাস আগে যাত্রীবাহী ট্রেন চালনোর পদোন্নতি হয়। তার অভিজ্ঞতার অভাব এই বিপর্যয়ের কারণ হতে পারে এমটাই দাবি করা হয়েছে তদন্তে। তদন্তকারীদের অনুমান পাশের লাইনের সিগন্যালকে নিজের লাইনের বলে ভুল করে বসেছেন চালক। দুর্ঘটনাটি হয়েছে মঙ্গলবার এদিন তদন্ত শুরু হয়েছে। রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) ব্রিজেশ কুমার মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এদিন বিলাসপুর ডিআরএম অফিসে তদন্ত শুরু করে। দুর্ঘটনার সাথে জড়িত ১৯ জন রেল কর্মী এবং আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত দুই দিন ধরে চলবে এবং তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট রেলওয়ে বোর্ডে জমা দেওয়া হবে বলে রেল সূত্রে খবর।
Bilaspur Train Accident
বিলাসপুরে রেল দুর্ঘটনায় চালকের উপর দোষ চাপালো রেল
×
Comments :0