On This Day 1947

' টোটাল ফুটবলের জনক ' জোহান ক্রুয়েফ জন্মেছিলন আজকের দিনে

খেলা

On This Day

আজ ২৫ এপ্রিল। ' টোটাল ফুটবলের জনক ' ডাচ তথা বিশ্বের সেরা ফুটবলার হেনরিক জোহানেস ক্রুয়েফের জন্ম হয়েছিল আজকের দিনে। মাত্র ১২ বছর বয়সেই বাবা হারমানুস ক্রুয়েফকে হারান জোহান । এরপর দারিদ্রতার লড়াইয়ের সঙ্গেই চলছিল ফুটবল। মাত্র ১০ বছর বয়সে আয়াক্সের উইথ একাডেমিতে যোগ দেন জোহান। সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৬৪ সালে। ১৯৬৪ -৭৩ পর্যন্ত আয়াক্সের হয়ে ২৪৫ টি ম্যাচে করেছেন ১৯৩টি গোল। ১৯৭৩-৭৮ পর্যন্ত বার্সিলোনার জার্সিতে ১৪৩ ম্যাচে করেছেন ৪৮টি গোল। আয়াক্সে থাকাকালীনই গুরু রাইনাস মিশেলের প্রিয়তম ছাত্র হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে বার্সাতেও জুটি বেঁধে জিতেছেন বহু ট্রফি। ' টোটাল ফুটবল ' - র স্রষ্টা রাইনাস মিশেল হলেও তাতে প্রাণপ্রতিষ্ঠা করেন এই ক্রুয়েফই। ক্রুয়েফকে ফুটবলার না বলে আবিষ্কর্তাও বলা যেতে পারে। ফুটবল মাঠে এক নতুন স্কিলের আবিষ্কার করেছিলেন তিনি। পরবর্তীতে যা ' ক্রুয়েফস্ টার্ন ' নামে পরিচিত হয়ে যায়। পরবর্তীতে একে একে বহু নামী ফুটবলাররা এই স্কিল প্রদর্শন করেছেন এবং করছেনও। আয়াক্সে থাকাকালীন মোট ৮বার জিতেছেন এরিডেভিস। ১৯৭১, ৭২ ও ৭৩ সালে পর পর তিনবার ইউরোপিয়ান কাপ ( চ্যাম্পিয়ন্স লিগ) জিতে আয়াক্স স্পর্শ করে রিয়াল মাদ্রিদের রেকর্ড। ৭২ এ ইউরোপিয়ান সুপার কাপ জেতেন জোহান। বার্সিলোনার হয়ে ৭৩-৭৪ মরশুমে লালিগা ও ৭৮ সালে জেতেন কোপা দেল রে। জাতীয় দলের জার্সি গায়ে কোনো মেজর ট্রফি না জিতলেও ৭৪ সালে বিশ্বকাপে রানার্স হয়েছিল নেদারল্যান্ডস। ফুটবলারের মতোই বর্ণময় তার কোচিং ক্যারিয়ারও। ফুটবলারের পর কোচ হিসেবেও তার ' টোটাল ফুটবল ' - র দর্শন গেঁথে দিতে সক্ষম হয়েছিলেন তার ফুটবলারদের মধ্যেও। কোচ ও ম্যানেজার হিসেবে আয়াক্সের হয়ে ৮৭ সালে এবং বার্সার হয়ে ৯২ সালে জিতেছেন ইউরোপিয়ান কাপ , ৫বার লালিগা, দুইবার সুপার কাপ ও একবার কোপা দেল রে জিতেছেন ক্রুয়েফ। প্লেয়ার হিসেবে ১৯৮৯ সালে  সুপার ব্যালন ডি অর পুরস্কারে দ্বিতীয় স্থান পেয়েছিলেন জোহান।  ৭৪ সালে জেতেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার। অর্থাৎ গোল্ডেন বল।২৪ মার্চ ২০১৬ তে দেহত্যাগ করেন এই কিংবদন্তি।

 

Comments :0

Login to leave a comment