Biporjoy storm intensify

বিপর্যয়ের প্রভাবে কেরালায় এক সপ্তাহ দেরিতে ঢুকল বর্ষা

জাতীয়

আরব মহাসগারে ঘণীভূত গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘন্টায় আরও ঘনীভূত হয়ো সে ঘুর্ণিঝড় ‘বিপর্যয়ে’ পরিনত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বর্তমানে গোয়া উপকূল থেকে ৮৬০ কিমি দুরে অবস্থান করছে সেটি। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে বলে জানিবেছে আবহাওয়া দপ্তর। ফলে গোয়া বা গুজরাট উপকূলেই সেটি আছড়ে পড়তে পারে। বর্তমানে ১৩৫ থেকে ১৪৫ কিমি গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে উপকূলের কাছাকাছি আসলে গতীবেগ আরও বাড়বে। ১২ জুন ঘূর্নিঝড়টি আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে।


বিপর্যয়ের প্রভাবে ব্যপক ঝড় বৃষ্টি হবে কর্ণাটক, মহারাষ্ট্রে। ইতিমধ্যে মৎসজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রায় একসপ্তাহ দেরিতে কেরালায় ঢুকল বর্ষা। আরব সাগরে ঘনিভূত হওয়া নিম্নচাপের জেরেই এই দেরি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেরালায় বর্ষার সঙ্গে ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতেও ঢুকবে মৌসুমী বায়ু। এদিকে তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, সঙ্গে থাকবে আদ্রতাজনিত তীব্র অস্বস্তি। আগামী সপ্তাহের মাঝামাঝই সময়ে বাংলায় বর্ষা ঢুকতে পারে

Comments :0

Login to leave a comment