ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। আক্রান্ত হয়েছেন ১০ থেকে ১৫ জন। একই গ্রাম থেকে আরও একটি বালিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রামবাসীদের দাবি, বালিকারও মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। যদিও প্রশাসনের দাবি, কিডনিতে সংক্রমণ জনিত কারণে বালিকার মৃত্যু হয়েছে। ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার খাঁপুর গ্রামে। মৃতার নাম সুভদ্রা মাল। তার বাড়ি খাঁপুর গ্রামের শিবতলাপাড়ায়। চারদিন ধরে তিনি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত ছিলেন। এদিন তাকে বাড়ি নিয়ে আসা হলে খাঁপুর গ্রামের বাড়িতেই তার মৃত্যু হয়। এদিকে ডায়ারিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনার পরই গ্রামে পৌঁছেছে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। গ্রামে মেডিক্যাল টিম এসেছে।
গত কয়েকদিন ধরে খাঁপুর গ্রামের একটি পুকুরের জল দূষিত হয়ে পড়ে। সেই জল ব্যবহার করে একে একে গ্রামের প্রায় ১৫ জন পেটের রোগে আক্রান্ত হন। আক্রান্তদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুভদ্রা মাল নামে এক বৃদ্ধা এদিন দুপুরে মারা গিয়েছেন। পাশাপাশি আরও এক বালিকার মৃত্যুর কারণ ঘিরেও সংশয় দাঁনা বেধেছে। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, ডায়রিয়ার উপস্বর্গ নিয়েই ভুগছিল বালিকা।
Diarrhoea
বীরভূমে ডায়রিয়ার প্রকোপে মৃত্যু, অসুস্থ অনেকে
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/23954/67a6312e0fa09_birbhum-diarrhoea.jpg)
×
Comments :0