Rahul Gandhi

রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে বিজেপি

জাতীয়

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে বিজেপি। সূত্রের খবর রাষ্ট্রপতির ভাষণের ওপর বলতে উঠে রাহুল যেই বক্তব্য রেখেছেন তাকেই হাতিয়ার করেছে বিজেপি। গতকাল কংগ্রেস সাংসদ বলেন, সূত্রে মারফত তিনি জানতে পেরেছেন যে চীনের সেনা ভারতীয় সমীনায় প্রবেশ করেছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে শুরু হয় তুমুল হই হট্টগোল। তার কথায় মোদি সরকারের মেক ইন ইন্ডিয়ার ব্যর্থতার জন্য চীনের সেনা ভারতীয় সীমানায় প্রবেশ করতে পারছে। 

রাহুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন কোন প্রমান ছাড়া গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিযোগ তুলছেন রাহুল। জানা যাচ্ছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সাথে দেখা করে রাহুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সঠিক প্রমাণ জমা করা দাবি জানিয়েছেন রিজিজু। নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল কোন প্রমাণ দিতে না পারায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলছে বিজেপি। 

লোকসভার বিরোধী দলনেতার কথায় ভারত উৎপাদন শিল্পে কোন উৎসাহ দেখাচ্ছে না। যার জেরে ওই শিল্প মার খাচ্ছে। আর ভারতের এই গা ছাড়া মনোভাব দেখিয়ে চীন ভারতে ব্যবসা করছে এবং তাদের সেনা ভারতীয় সীমানায় প্রবেশ করছে। 

Comments :0

Login to leave a comment