Body Uluberia

জাতীয় সড়কে দেহ, গাড়ির ধাক্কা, বলল পুলিশ

জেলা

জাতীয় সড়কের ডিভাইডারে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়ায়। 
মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার হয় উলুবেড়িয়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলায়। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতদেহটির মুখ ঢাকা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স আনুমানিক ৫৫।
হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক আধিকারিক জানান, সিসিটিভি ফুটেজে দেখে গেছে জাতীয় সড়কের মাঝে ডিভাইডারে হাঁটার সময় গাড়ি ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় খোঁজার চেষ্টা হচ্ছে।

Comments :0

Login to leave a comment