কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হস্টেলে এক ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, মৃতের নাম কিশান কুমার(২৮)। তিনি বিহারের বারৌনি এলাকার বাসিন্দা। বুধবার মধ্য রাতে কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ হোষ্টেলের ৩০৪ নম্বর রুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত রহস্য। সূত্রের খবর, হস্টেলের অন্য আবাসিকদের নজরে এলে গোটা বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানন তারা এবং পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। কী কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর মৃতের পরিজনদের খবর দেওয়া হয়েছে।
Comments :0