Bolpur

বোলপুরে 'উচ্ছেদ অভিযানে' কেন্দ্রীয় বাহিনী! চূড়ান্ত ক্ষোভ

রাজ্য

যে কাজের জন্য তাদের আনা সেই কাজ কতটা যথার্থ ভাবে করানো হয়েছে বা হচ্ছে তা নিয়ে প্রশ্ন প্রচুর। অথচ সেই কেন্দ্রীয় বাহিনীকে এবার নামানো হয়েছে  হকার উচ্ছেদ অভিযানে। যা অনৈতিক বলে সোচ্চার হয়েছে বিরোধীরা। উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের অভিযোগ বোলপুর পৌরসভার বিরুদ্ধে। ২৪ ঘন্টার নোটিশও না দিয়ে সম্পূর্ণ অনৈতিক ভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহরে চলছে উচ্ছেদ। বুলডোজার দিয়ে সেই উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে দেখা গিয়েছে। 

সদ্য প্রশাসনিক বৈঠকে ফুটপাত, সরকারি জায়গা জবর দখল নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবর দখল মুক্তরার নির্দেশ দেন। তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় উচ্ছেদ অভিযান। তবে, হঠাৎ করে উচ্ছেদের নামে তাণ্ডব নিয়ে দিকে দিকে ক্ষোভও উগ্রে দেন মানুষজন। এদিনও দুটি বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। এই উচ্ছেদ অনৈতিক ও বেআইনি বলে অভিযোগ। কারন, ২৪ ঘন্টারও নোটিশ না দিয়েই কিভাবে এই উচ্ছেদ চলতে পারে, এই নিয়ে বিক্ষোভও দেখান ব্যবসায়ীরা। তবে, এদিনের উচ্ছেদে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যবহার করতে।

যদিও, এই নিয়ে কোন মন্তব্য করতে চাইছেন না প্রশাসনের কেউই।

Comments :0

Login to leave a comment