ফের বোমা উদ্ধার হয় বীরভূম জেলার লাভপুর ব্লকের কীর্ণাহার থানার ঠিবা অঞ্চলের কল্যাণপুর গ্রামে। এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হয় সেখানে। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে লাভপুর ব্লকের ঠিবা গ্রামপঞ্চায়েতের কল্যাণপুর গ্রামে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার করে কীনাহার থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য ২৯ জানুয়ারি সকালে দুবরাজপুর নিরাময় টিবি হাসপাতালের একটি পরিত্যাক্ত কোয়াটারের চৌবাচ্চা থেকে ২৫টি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। বোম্ব স্কোয়াড এসে বোমাগুলো নিস্ক্রিয় করে। ঠিক একই ভাবে ২৮ জানুয়ারি সন্ধ্যায় নানুর ব্লকের থুপসাড়া অঞ্চলের তাকোরা গ্রামে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি ঝোপের নিচে মাটির ভিতর থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ।
জেলার বিভিন্ন স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, বীরভূম জেলা এখন বারুদের স্তুপে দাঁড়িয়ে আছে। এটা এখন নিত্য দিনের ঘটনা। পরপর বোমা উদ্ধরের ঘটনা প্রসঙ্গে এদিন সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ জানান, ‘‘পশ্চিমবঙ্গ সরকার টা তো লুটেরাদের সরকার। শাসক দল দাঁড়িয়ে আছে সমাজবিরোধী ও বোমা বন্ধুকের উপর ভর করে। নির্বাচন যত এগিয়ে আসবে এর প্রকট তত বাড়বে। জনগনকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামীদিনে মানুষই এর জবাব দেবে।’’
Bomb Recovered
ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/23948/67a61225e90f7_bomb-recovered.jpg)
×
Comments :0