হোটেলের ঘরে নিজেকে বন্দি করে আত্মহত্যা করলেন মুম্বাইয়ের এক যুবক। আর সুইসাইট নোটে এই ঘটনার জন্য দায়ি করে গেলেন স্ত্রী এবং কাকিকে। শুক্রবার সকালে সাহারা হোটেল থেকে উদ্ধার হয়েছে নিশান্ত ত্রিপাঠির দেহ। সাথে ওই সুইসাইট নোট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আত্মহত্যা করার আগে ওই যুবক যেই সংস্থায় কাজ করতেন সেই সংস্থার ওয়েবসাইটে সুইসাইট নোটটি আপলোড করেন।
হোটেল কর্তৃপক্ষে তরফ থেকে জানানো হয়েছে তিনদিন আগে ওই যুবক হোটেলে রুম বুক করে থাকতে শুরু করেন এবং দরজার বাইরে ডোন্ট ডিসটার্ব বোর্ড ঝুলিয়ে দেন। দীর্ঘ সময় তার কোন সাড়া না পাওয়ার ফলে হোটেলের কাছে থাকা ওই ঘরের চাবি ব্যবহার করে হোলেট কর্মীরা তা ঝুলন্ত দেহ দেখতে পায়।
উদ্ধার হওয়ার সুইসাইট নোটের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে ওই নোটে স্ত্রীর প্রতি তার ভালোবাসার কথা সে উল্লেখ করে গিয়েছেন। সেখানেই সে লিখে গিয়েছে তার মৃত্যুর জন্য দায়ী ওই দুইজন।
নিশান্তের মা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ছেলের শেষকৃত্য সম্পর্কে জানিয়েছেন। তবে সেখানে কি কারণে এই আত্মহত্যা সেই বিষয় কোন কথা তিনি উল্লেখ করেননি।
পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন সুইসাইট নোটের সূত্রে ধরে তারা জানতে পেরেছএন বেশ কয়েকদিন ধরে দম্পতির মধ্যে কোন একটি বিষয় নিয়ে সমস্যা চলছি। যার সাথে তারা কাকি সম্পর্কিত ছিলেন। ঠিক কোন বিষয় নিয়ে সমস্যা সেই দিক খতিয়ে দেখছেন তদন্তকারিরা।
Mumbai
হোটেলের ঘরে নিজেকে আটকে আত্মহত্যা করলেন যুবক

×
Comments :0