Brigade Rally Campaign

ব্রিগেড সমাবেশের ডাকে মিছিল

জেলা

ব্রিগেড সমাবেশের প্রচারে পাঁশকুড়ার মেচগ্রামে মিছিল।

ব্রিগেড সমাবেশ সফল করতে এবং সেইসঙ্গে সিআইটিইউ পাঁশকুড়া রিজিওন্যাল কমিটির সম্মেলন উপলক্ষে সোমবার মেচগ্রামে মিছিল হয়। মিছিল থেকে ধর্মের নামে বিভাজনের চক্রান্তের প্রতিবাদ জাননো হয়। এছাড়াও শ্রমকোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন লাগু করা, ১০০ দিনের কাজ, খেতমজুরের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, মহাদেব মাইতি, কাঞ্চন মুখার্জি, ভরত মাইতি, চিত্ত খান, নাজির হোসেন, নিতাই সান্নিগ্রাহী প্রমুখ।

 
ব্রিগেড সমাবেশের প্রচারে দাসপুরে মিছিল। 

ব্রিগেড সমাবেশের দাবিগুলি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬ টি পঞ্চায়েত এলাকায় মিছিল হয় সোমবার। কেন্দ্রীয় দাবিগুলির সঙ্গে দাসপুরের নাড়াজোলে দাবি ওঠে বোরো চাষের সেচের জল সরবরাহের। সবং-এ দাবি ওঠে কেলেঘাই ও কপালেশ্বরী দুই মজে যাওয়া নদীর সংস্কারের। খড়্গপুর গ্রামীনে শিল্প তালুকের অধিকৃত জমিতে কারখানা চালু ও জমিদাতা পরিবারকে কাজ দেওয়ার দাবি জাননা হয়। যতদিন কাজ না দেওয়া হবে ততদিন ভাতা দেওয়ারও দাবি জানানো হয়। সবং-এর দেভোগ অঞ্চল জুড়ে দাবি ওঠে মাদুর শিল্পকে আধুনিকীকরণে আধুনিক মেসিন সহকারে প্রশিক্ষণ চালু করার। এছাড়াও মিছিলগুলি থেকে শ্লোগান ওঠে দুর্নীতি, স্বজনপোষণোর বিরুদ্ধে। গরিব মানুষের অধিকার হরণের চক্রান্ত রুখে দেওয়ার লড়াইতে ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দেওয়া হয় নারায়ণগড়ের খুড়শী, সবং-এর দেভোগ, দাসপুরের নাড়াজোল, খড়্গপুর গ্রামীনের ঘাগরা, গোপীগঞ্জ, মোহনপুরের বোড়াই পঞ্চায়েত এলাকায়।
 

Comments :0

Login to leave a comment