আগামী ২০ এপ্রিল শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী মানুষের ডাকা ব্রিগেড সমাবেশের প্রচার ও অর্থ সংগ্রহ করা হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায়। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে পান্ডা পাড়া সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ডের বউবাজার, ২ নাম্বার ওয়ার্ডের ওয়াকারগঞ্জ সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রচার ও অর্থ সংগ্রহের কর্মসূচি হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতৃত্ব গৌড় মোহন অধিকারী, শুভঙ্কর চ্যাটার্জী, বিকাশ বিশ্বাস, হরি রায়, হরিপদ চক্রবর্তী, বিপুল সান্যাল, শক্তি গোস্বামী সহ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান কেন্দ্র ও রাজ্যের সরকার যেভাবে শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তিবাসী মানুষের উপর সমস্ত ক্ষেত্রে আক্রমণ নামিয়ে এনেছে তাতে মানুষ অতিষ্ট। এর বিরুদ্ধে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আগামী এক মাস ব্যাপী বাড়ি বাড়ি প্রচার ও অর্থ সংগ্রহ, পোস্টারিং, দেওয়াল লিখন করা হবে। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকম প্রচারমূলক কর্মসূচি নেওয়া হয়েছে
BRIGADE
ব্রিগেড সমাবেশকে সামনে রেখে প্রচার কর্মসূচি জলপাইগুড়ি জেলা জুড়ে

×
Comments :0